X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

শাবিতে ছাত্রলীগের দ্বন্দ্ব, শিক্ষার্থী গুলিবিদ্ধ

শাবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ০২:২৫আপডেট : ২১ মার্চ ২০১৮, ১১:৩৪

গুলিবিদ্ধ আব্দুল্লাহ রনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এস.এম আব্দুল্লাহ রনি নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাতকড়া রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 

ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র নেতারা ক্যাম্পাসের বাইরে সাতকড়া রেস্টুরেন্টে খাওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

আহত রনি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ছাত্র।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। বাইরে এ ঘটনা ঘটলেও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শাবির প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দীন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ওসমানী মেডিকেল কলেজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমদ জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পর পরই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওসমানী মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার জানান, আহত ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত।

আহত রনির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। রনি শাবির ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

একটি সূত্র জানায়, রাতে ক্যাম্পাসের বাইরে সাতকড়া রেস্টুরেন্টে বসে গল্প-গুজব করছিলেন শাবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক। এ প্রসঙ্গে শাবি ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ জুয়েম বলেন, ‘তারিকুল ইসলাম তারেক গুলি চালিয়ে ওই শিক্ষার্থীকে আহত করে। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাকে ধাওয়া দেয়।’

তারিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি সৈয়দ জুয়েম ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের নেতৃত্বে কয়েকজন কর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমি ও আমার কর্মীরা আহত হয়েছি। আমি এখন হাসপাতালে ভর্তি আছি।’

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
হাইপারসনিক অস্ত্র-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান ও যুক্তরাষ্ট্র
সরকারের একমাত্র কাজ নিজেদের বিত্ত তৈরি ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা: মির্জা ফখরুল
সরকারের একমাত্র কাজ নিজেদের বিত্ত তৈরি ও অন্য দেশের স্বার্থ রক্ষা করা: মির্জা ফখরুল
ক্রিকেটের ‘প্রথম মডিউলার’ স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
ক্রিকেটের ‘প্রথম মডিউলার’ স্টেডিয়ামে হবে ভারত-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ