X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সিলেটের ২৭টি ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী দেবে আওয়ামী লীগ

সিলেট প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১৭:১৫আপডেট : ১৮ জুন ২০১৮, ১৭:১৫

সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মহানগরীর ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলরকে মনোনয়ন দিবে আওয়ামী লীগ। সেই সঙ্গে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের মাঠে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুন) দুপুরে সিটি নির্বাচনকে সামনে রেখে মহানগর আওয়ামী লীগ এক বর্ধিত সভার আয়োজন করে। এতে ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৯ জুন) প্রার্থীদের মহানগরের সাধারণ সম্পাদকের কাছে মনোয়ন চেয়ে আবেদন করতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে এগুলো কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন,‘সিলেট মহানগরীর ২৭টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় ও বর্ধিত সভা হয়। এতে দলের প্রার্থীদের মনোয়ন চেয়ে আবেদন করতে বলা হয়েছে। এসব আবেদন যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। 

দলের মনোয়ন না পেলে কেউ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে তিনি বলেন,‘দল থেকে যে প্রার্থীকে মনোয়ন দেওয়া হবে সেই প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য দলের তৃণমূলের নেতাকর্মীরা কাজ করবে। এর বাইরে কেউ প্রার্থী হলে এটা তার একক সিদ্ধান্ত।’

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন,‘বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে মনোয়ন চেয়ে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। পরে এগুলো কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। সিলেটের স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিবেন। এছাড়াও দলের বিজয় নিশ্চিত করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের বলিষ্ট ভূমিকা রাখার জন্য আহ্বান করা হয়েছে। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ