X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে বন্যায় শতাধিক স্কুল প্লাবিত

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ০৭:২৩আপডেট : ১৯ জুন ২০১৮, ০৭:২৫

মৌলভীবাজারে মনু নদীর ভাঙন

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজার জেলার ৩০টি ইউনিয়ন, দুটি পৌরসভা ও ৫টি উপজেলায় এ পর্যন্ত ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৪টি মাধ্যমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। বিদ্যালয়ের কোনোটি দুই ফুট আবার কোনোটি তিন ফুট পানি নিচে তলিয়ে আছে। যদিও পানি এখন কিছুটা কমতে শুরু করেছে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।  

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ বাংলা ট্রিবিউনকে জানান, স্কুলগুলোতে এখন সরকারি ছুটি থাকায় পাঠদানে বিঘ্ন ঘটছে না। তবে মৌলভীবাজার সদর উপজেলায় ৫টি, রাজনগরে ৫টি, কমলগঞ্জে ৬টি, কুলাউড়ায় ৮টিসহ মোট ২৪টি মাধ্যমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

মৌলভীবাজার ত্রাণমন্ত্রী রিকশা চড়ে ত্রাণ বিতরণ করেন এবং ঘুরে দেখেন

এদিকে একজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, জেলায় মোট ৯৯টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৬টি, কমলগঞ্জ ১৪টি, রাজনগর ৪৩টি ও কুলাউড়ায় ৩৬টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এসব স্কুল ঈদুল ফিতরের বন্ধ থাকায় পাঠদানে সমস্যা হচ্ছে না। তবে বিদ্যালয়ে পানি না কমা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা করা যাচ্ছে না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার (১৮ জুন) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভাকালে সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সরকারি কর্মকতার কাছ সন্তোষজনক তথ্য না পাওযায়  ক্ষুব্ধ হন। এসব কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করতে স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বানও জানান তিনি।

মৌলভীবাজারের বন্যা কবলিত কয়েকজন

গত ১৩ জুন থেকে জেলায় মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধির কারণে সৃষ্ট বন্যায় প্রতিরক্ষা বাঁধের ২৫টি স্থানে বাঁধ ভেঙ্গে জেলার দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে বারই কোনা দিয়ে মনু নদীর ভাঙনে বেশি ক্ষতি হয়েছে। সোমবার সকাল থেকে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগামী ২/৩ দিনে বন্যার পানি মোটামোটি কমে যাবে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার