X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘নৌকা জয়ী না হলে আমাদের খবর আছে’

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৪২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৭

কমলগঞ্জে বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান বলেছেন, ‘এইবার যদি নৌকা জয়ী না হয়, তাহলে আমাদের খবর আছে।’ বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীজাবারের ভানুগাছ বাজারে আওয়ামী লীগ নেতা আছলম ইকবাল মিলনের বাসভবনে এক বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের কমলগঞ্জ উপজেলা শাখা ওই বর্ধিত সভার আয়োজন করে।

রফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন— দেশে গৃহযুদ্ধ হবে, মারামারি হানাহানি হবে; ঘর থেকে মানুষের বেরুনোর কোনও উপায় থাকবে না। সেই কারণেই আমি বলছি, আসুন আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে নিজেদের সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করি।’

বর্ধিতসভায় মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘নৌকায় অতীতে যদি আমরা এক সেন্টারে বারো আনা ভোট পেয়ে থাকি, এইবার চৌদ্দ আনা বা পনের আনা ভোট পাবো। আর তবেই আমাদের উন্নয়নের যাত্রা আরও শক্তিশালী হবে।’

কালো টাকার মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাইক্কা বিলে যেভাবে শীত আসলে অতিথি পাখি আসে, সেই একইভাবে নির্বাচন আসলে কালো টাকার মালিকরা নির্বাচন করতে আসে।’

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন— কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, এএসএম আজাদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আছলম ইকবাল মিলন, অধ্যাপক হারুনুর রশীদ ভূঞা, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার প্রমুখ।

বর্ধিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?