X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দেশের প্রতিটি মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:৩৭





পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি মহাসড়ক চার লেনে উন্নীত করে মানুষের দুর্ভোগ লাঘব করা হবে।’ শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার বিবিয়ানা ডিগ্রি কলেজ মাঠে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, আপনি হাওর এলাকার সন্তান, ওই এলাকার মানুষের সম্ভাবনা ও সমস্যার কথা ভালো জানেন। হাওরের মানুষজনের কল্যাণের কথা চিন্তা করে কাজ নিয়ে আসেন, আমি বড় বড় প্রকল্প দেবো।’ তিনি বলেন, ‘আমি শুধু সুনামগঞ্জের মন্ত্রী নই। সারা বাংলার মানুষের মন্ত্রী হিসেবে কাজ করতে চাই।’
এম এ মান্নান বলেন, ‘হাওর পাড়ের বিদ্যাপীঠ বিবিয়ানা ডিগ্রি কলেজটি শিক্ষার প্রসারে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এই কলেজটিকে জাতীয়করণের পাশাপাশি বহুতল একাডেমিক কাম ভবন নির্মাণ করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্ল্যাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম, শাল্লা উপজেলা চেয়ারম্যান মো. আল আমীন চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মো. মোশারফ মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়, বিবিয়ানা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার দাস ও মন্ত্রীর পিএস মো. আবুল হাসনাত প্রমুখ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি