X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারের দুই পৌরসভায় নৌকার জয়

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ০৩:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৩:৪৩

মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভা দুটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কুলাউড়া পৌরসভায় মেয়রপ্রার্থী সিপার উদ্দিন আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন চার হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজান মিয়া জগ প্রতীকে পেয়েছেন চার হাজার ৬৮৫ ভোট। কামাল উদ্দিন আহমদ জুনেদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৭৭৬ ভোট, আর নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. শফি আলম ইউনুস পেয়েছেন দুই হাজার ৯৯৪ ভোট।

এদিকে কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জুয়েল আহমদ পেয়েছেন পাঁচ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. হেলাল মিয়া (জগ) পেয়েছেন দুই হাজার ৮০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন দুই হাজার ৭৮৭ ভোট ও বিএনপি প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩০১ ভোট। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে ১১ হাজার ২১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, বাতিল হয় ৫৯টি ভোট। মেয়র পদে চার জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে দেওয়ান আব্দুর রহিম মুহিন, ২ নম্বর ওয়ার্ডে সৈয়দ জামাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে আনসার শোকরানা মান্না, ৪ নম্বর জসিম উদ্দিন সাকিল, ৫ নম্বর ওয়ার্ডে মো. ছাদ আলী, ৬ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম রুহেল, ৭ নম্বর ওয়ার্ডে গোলাম মুগ্নি মুহিত, ৮ নম্বর ওয়ার্ডে আহাদুর রহমান বুলু ও ৯ নম্বর ওয়ার্ডে বখতিয়ার খান জয় পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মুসলিমা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আয়েশা সিদ্দিকা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে শাপলা আক্তার নির্বাচিত হন।

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু