X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শাল্লার ঘটনায় ২১০০ জনকে আসামি করে ঝুমন দাসের মায়ের মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ০৮:২৫আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৮:২৫

যার কথিত ফেসবুক পোস্টের সূত্র ধরে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীতে হামলার অভিযোগ করা হচ্ছে সেই ঝুমন দাস আপনের মা শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঝুমন দাসের গ্রাম নয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় বৃহস্পতিবার শাল্লা থানায় একটি মামলার আবেদন করেন নিভারানী দাস। আবেদনটি পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শাল্লা থানার ওসি নাজমুল হক।

নিভারানী দাশের মামলার আবেদনে আসামি হিসেবে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রাখা হয়েছে আরও দুই হাজার। এর মধ্যে নাসনি গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য স্বাধীন মিয়া, কেরামত আলী, ইমামত আলী, ইনাম আলী, মির্জা হোসেন, নেহার আলী, ফখর উদ্দিন ওরফে ফুক্কন আলীর নামও আছে আসামির তালিকায়। শাল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা

নয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় এর আগে থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে। একটি মামলায় ঝুমন দাসও কারাগারে আছেন।

লিখিত অভিযোগে নিভারানী দাস উল্লেখ করেছেন, তার ছেলে ঝুমন দাস আপনের ফেসবুকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্টের জের ধরে ১৭ মার্চ সকালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নয়াগাঁও গ্রামে তাদের বাড়িতে হামলা চালায়। এই হামলার নেতৃত্ব দেন নাসনি গ্রামে স্বাধীন মিয়া ও ফখর উদ্দিন ওরফে ফুক্কনসহ অন্য আসামিরা। এ সময় ঝুমন দাসের স্ত্রী সুইটি রানী দাসের শ্লীলতাহানী ও তাকে মারধর করা হয়। তিনি বাম হাতের কুনইয়ে আঘাত পেয়েছেন। এ সময় তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও ঘরের ট্রাংকে থাকা ৫৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আসামিরা একই সময় গ্রামে ৮৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের সঙ্গে মন্দিরও ভাঙচুর করে।

আরও পড়ুন-

শুধু কি ফেসবুক পোস্টের জেরেই হিন্দু পাড়ায় হামলা?

শাল্লার সেই ঝুমন দাসের বিরুদ্ধে মামলা

 

ধর্মীয় নেতারা বললেন, ‘রিসালাত সম্মেলনের সঙ্গে শাল্লার ঘটনার যোগসূত্র নেই’

শাল্লায় হামলার ঘটনায় দুই মামলা

শাল্লার হিন্দু পল্লীতে হামলা: স্বাধীনের ১০ দিনের রিমান্ড আবেদন

প্রসঙ্গত, নোয়াগাও গ্রামের যুবক ঝুমন দাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামনুল হককে নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে সেখানকার হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। হেফাজত সমর্থকরা এই হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ৮৯টি পরিবারের বসতঘর ও সাতটি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শাল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি ও হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ বকুল বাদী হয়ে শাল্লা থানা আরও একটি মামলা করেন।

এদিকে ঝুমন দাস আপনের (২৮) বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম। ওই মামলায় ঝুমন দাসকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ১৬ মার্চ রাতে আটকের পর তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার প্রধান আসামি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম স্বাধীনকে ২০ মার্চ ভোরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি গ্রাম থেকে আটক করে পিবিআই। 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?