X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সরকারের পদত্যাগ করা উচিত: ফখরুল

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ১৫:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫:৩০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার সম্পূর্ণভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এর দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। 

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকার হিন্দু ও বৌদ্ধদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। সরকার সাম্প্রদায়িকতা বন্ধ করতে ব্যর্থ। জনগণের সমস্যা থেকে দৃষ্টি সরাতে সাম্প্রদায়িকতা করছে। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন করা দাবি থেকে দৃষ্টি সরাতে চায়। দেশে খুন-ধর্ষণ-অরাজকতা থেকে দৃষ্টি সরাতে এই ঘৃণ্য কাজ করছে। ছাত্রলীগের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক হাতেনাতে ধরা পড়েছে পুলিশের হাতে। সাম্প্রদায়িক হামলায় যে দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে, তারা ছাত্রলীগ নেতা। কুমিল্লার ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা। 

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের মৌলিক অধিকার ধ্বংস করে দিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভগুলো নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ। তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ দলীয়করণ করেছে। প্রশাসন দলীয়করণ করেছে। গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছে। ডিজিটাল সিকিউরিটি আইন থেকে সাংবাদিকরা রেহাই পাচ্ছেন না। 

ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে আছেন। বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজারখানেক নেতাকর্মী খুন হয়েছে। চরম নৈরাজ্য ও গণতন্ত্রহীনতার মধ্যে দেশবাসী। 

এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল সাবেক সংসদ সদস্য নজির হোসেনসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
পরাজিত হইনি পরাজিত হবো নাআপনাদের অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন: প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল
আনু মুহাম্মদের সুস্থতা কামনায় মির্জা ফখরুল
সর্বশেষ খবর
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত