X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তালই ডাকায় বর-কনে পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের বিয়েকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে দুই উপজেলার করিমপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্বপন বিশ্বাস (২৭), রাজন বিশ্বাস (২৫), লালমোহন বিশ্বাস (৬৫), জিতেশ বিশ্বাস (৩৫), দেবেন্দ্র বিশ্বাস (৪০), নিরঞ্জন বিশ্বাস (৪৫), হিরণ বিশ্বাস (৩০), রেনু বিশ্বাস (৪৪), সাজন বিশ্বাস (২২), ধরণী বিশ্বাস (৮০), বনমালী দেবনাথ (৩৪), বিপুল দেবনাথ (২৮), রবীন্দ্র দেবনাথ (৪০), প্রদীপ দেবনাথ (৩০), রুহিনী দেবনাথ (৬০), রেখা দেবনাথ (৩৫), ঝন্টু দেবনাথ (৩৫) ও বাবুল দেবনাথ (৩২)।

জানা গেছে, উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামের রাজন বিশ্বাসের সঙ্গে একই গ্রামের এক তরুণীর দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এক বছরের প্রেমের পর পরিবারের সম্মতি না পেয়ে পালিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা। দুজন দুই বংশের হওয়ায় কনের পরিবার বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে কনের পরিবার রাজন ও তার পরিবারের বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা করে। আজ সকালে দুই পরিবারের দ্বন্দ্ব সালিশে মীমাংসার জন্য রাজনের ভাই কনের বাড়িতে গেলে ‘তালই’ (ভাইয়ের শ্বশুর) ডাকা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কনে ও বর পক্ষের লোকজন একে অন্যের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে এবং সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হন। 

বর পক্ষের অভিযোগ, দুই বংশের দ্বন্দ্ব ও পালিয়ে বিয়ে করার জন্য এ ঘটনা ঘটেছে। কনে পক্ষের আহত সাজন দেবনাথ বিয়ে নিয়ে দ্বন্দ্বের কথা স্বীকার করেন।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন বলেন, ‘যাদের হাড় ভেঙেছে তাদের সিলেট পাঠানো হয়েছে। বাকিরা দিরাইয়ে চিকিৎসা নিচ্ছেন।’

দিরাই থানার ওসি আকরাম আলী জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা হয়েছে। কোনও পক্ষ মামলা করেনি।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন