X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জালিয়াতির মাধ্যমে ভবন অনুমোদন, প্রাথমিক সত্যতা মিলেছে তদন্তে

সিলেট প্রতিনিধি 
১৭ মার্চ ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৪:১৮

দীর্ঘদিন ধরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) একটি চক্র জালিয়াতির মাধ্যমে ভবন অনুমোদনের নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। সিসিকে ভবন নির্মাণে অনুমোদন নিতে আসা গ্রাহকদের ফুসলিয়ে ভুয়া ব্যাংক চালান, জাল সিল-স্বাক্ষর ব্যবহার করে প্রতারণা করে আসছিল।

গত জানুয়ারি মাসে দুটি ভবন অনুমোদনের বিষয়টি সিসিকের প্রকৌশল বিভাগের নজরে আসলে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। এরপর ১৫টি ভবনের ভুয়া অনুমোদনের প্রমাণ পায় সিসিকের প্রকৌশল বিভাগ।

এদিকে জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখার জন্য সিসিক মেয়র আনোয়ারুজ্জামানের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়ায় সিসিকের সহকারী প্রকৌশলী রওসুনা আরা সিদ্দিকা নূপুর, মোহতাসিম আহমদ তানভীর ও প্রকৌশল শাখার অফিস সহকারী (ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট) জাহিদ আল হাসানকে তদন্তের স্বার্থে করপোরেশনের সকল প্রকারের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে অফিস আদেশ জারি করেছে।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। যারা জালিয়াতি করে ভবন অনুমোদন দিয়েছেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এজন্য সিসিকের তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে।’

সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, চক্রটি মানুষের সঙ্গে প্রতারণা করে জালিয়াতির মাধ্যমে ভুয়া ব্যাংক চালান, স্বাক্ষর জাল করে ভুয়া নকশা অনুমোদন করেছে। সিটি করপোরেশনে ভবনের নকশা অনুমোদনের কোনও আবেদনই করেননি না গ্রাহকেরা।

তিনি জানান, গত জানুয়ারি মাসে দুটি ফাইল যাচাইয়ের জন্য সিসিকের প্রকৌশল শাখায় আসে। দেখা যায় ওই দুই বিল্ডিংয়ের নকশার অনুমোদন সিটি করপোরেশন দেয়নি। এখন পর্যন্ত ১৫টি ভুয়া অনুমোদনের প্রমাণ পাওয়া গেছে। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত কিনা সেটা তদন্ত করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সর্বশেষ খবর
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা মঙ্গলবার
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু