X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জাবিতে এক শিক্ষার্থীকে কর্মচারীর মারধর!

জাবি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ২০:১২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২০:১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠেছে একই বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে। তবে ওই কর্মচারী মারধরের অভিযোগ অস্বীকার করে কথা কাটাকাটি হয়েছে বলে জানিয়েছেন।
মারধরের শিকার মো. রাজিবুল হক বিভাগের তৃতীয় বর্ষের (৪৩তম আবর্তন) শিক্ষার্থী।
রাজিবুল অভিযোগ করেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বিভাগের অফিসের সামনের পানি পান করতে যান।পানি পান শেষে একটি প্লাস্টিকের বোতল অফিস কক্ষের পাশে ফাকা জায়াগায় রাখেন। বোতল রেখে চলে যাওয়ার সময় বিভাগের কর্মচারী মাজেদুল ইসলাম তাকে ‘তুই’ সম্বোধন করে দাঁড়াতে বলেন। এরপর রাজিবুলের শার্টের কলার ধরে মারধর করে মাজেদুল।

রাজিবুল  বলেন, ‘আমার এক বান্ধবী পানি খাবে ভেবে আমি বোতলটি ওখানে রেখে গিয়েছিলাম।বিনা কারণে তিনি আমাকে মারধর করেছেন।’

এ ঘটনা রবিচার চেয়ে বিভাগে লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি।

জানতে চাইলে মাজেদুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী (রাজিবুল) একটি খালি বোতল আমার হাতে দেয়। এতে আমি ক্ষুব্ধ  হয়ে আমি তাকে ধমক দেই। কিন্তু মারধর করিনি।

এ প্রসঙ্গে মার্কেটিং বিভাগের সভাপতি ফারহানা সেহরীন বলেন, এ বিষয়ে এখনও কিছু শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এর আগেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে মাজেদুলের বিরুদ্ধে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
কবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকবরস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা