X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডাকসু অধিকারের কথা বলতে গিয়ে ঢাবিতে ছাত্র-শিক্ষক হাতাহাতি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৮:২২আপডেট : ২২ মে ২০১৭, ১৮:৩৩

ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় সিনেট প্রতিনিধি নির্বাচন হবে, কিন্তু ছাত্র প্রতিনিধি নির্বাচন হবে না কেন— এ প্রশ্ন নিয়ে মানববন্ধন করতে গিয়ে শিক্ষকদের রোষানলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সিনেট প্রতিনিধি নির্বাচনের সময় বাম সমর্থিত ছাত্র সংগঠনের কিছু শিক্ষার্থীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে এই ঘটনা ঘটে। মানবন্ধনে শিক্ষার্থীরা মাইক ব্যবহার করে ডাকসু নির্বাচনের পক্ষে তাদের দাবি জানালে প্রক্টর এসে তাদের সরে যেতে বলেন। এসময় কথা কাটাকাটি, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস ডাকসু নির্বাচনের আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দাবি করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। তাই ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত না করে শিক্ষকদের প্রতিনিধি নির্বাচন যুক্তিহীন। সেজন্য সাধারণ শিক্ষার্থীরা ছাত্র প্রতিনিধি নির্বাচন তথা ডাকসু নির্বাচনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে।’
ডাকসুর দাবিতে আয়োজিত মানবন্ধনে কী ঘটেছিল, জানতে চাইলে ঢাবি ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার অভিযোগ করে বলেন, ‘আমরা সিনেট ভবনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ ও সহকারী প্রক্টর রবিউল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন শিক্ষক এসে আমাদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেন। এসময় আমাদের নেতাকর্মীদের কিল-ঘুষি মারা হয়।’
মানববন্ধনে ‘শিক্ষার্থী প্রতিনিধি ছাড়া সিনেট নির্বাচন মানি না’, ‘শিক্ষার্থী প্রতিনিধিহীন সিনেট নির্বাচন অবৈধ’, ‘অবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে দাও’, ‘উই ডিমান্ড ডাকসু’, ‘নো সিনেট উইদাউট স্টুডেন্ট’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন তুহিন কান্তি দাস বলেন, ‘শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রক্টরসহ কয়েকজন শিক্ষকের ধাক্কাধাক্কি, এমনকি হাতাহাতির ঘটনা দুঃখজনক। আমরা এর নিন্দা জানাই।’
এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. এ এম আমজাদ হাতাহাতির বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ বাম কয়েকটি ছাত্র সংগঠনের সাত-আট জন শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে সিনেট নির্বাচনের নির্বাচনস্থলের আশপাশে অবস্থান নিয়ে মাইক নিয়ে অযৌক্তিক স্লোগান দিচ্ছিল। এসময় আমি তাদের সরে যেতে বললে তারা অস্বীকৃতি জানায়। পরে আমি ও আমার সঙ্গে থাকা কয়েকজন শিক্ষক তাদের সরিয়ে দিতে চাইলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে।’ এ ধরনের ঘটনাকে তিনিও দুঃখজনক বলে অভিহিত করেন।
এদিকে ঘটনার পর পর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক ফেসবুকে লিখেছেন, ‘ঢাবি সিনেট নির্বাচন চলাকালে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের দাবিতে নির্বাচন কেন্দ্রে হাজির হওয়া শিক্ষার্থীদের ওপর দলবাজ শিক্ষকদের হামলার নিন্দা জানাই। লজ্জাই লাগছে! শিক্ষকরা কোনও অবস্থাতেই শিক্ষার্থীদের ধাক্বা দিতে কিংবা শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি করতে পারেন না। শিক্ষার্থীরা অনেক ‘অ্যাগ্রেসিভ’ হলেও পারেন না। তাদের উপস্থিতি বা মুখের কথাই যথেষ্ট হওয়ার কথা।’
ফাহমিদুল হক লিখেছেন, ‘আমি শিক্ষার্থীদের এই দাবি সমর্থন করি। প্রতিবছর শিক্ষক-প্রতিনিধিত্বের নির্বাচন হবে, শিক্ষার্থী-প্রতিনিধিত্বের নির্বাচন যুগ যুগ বন্ধ থাকবে— এটা হতে পারে না।’

আরও পড়ুন-

ঢাবি’র সিনেট নির্বাচনে নীল দল জয়ী

/কেআরএম/ইউআই/টিআর/

সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন