X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্র ইউনিয়নের দাবি

ঢাবি প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২২:৩৯আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২২:৪৫

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ ও অবিলম্বে ডাকসুসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার (১৬ আগস্ট) এ নিয়ে মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই কেন্দ্রীয় কর্মসূচি থেকে দাবিগুলো ওঠে।
সমাবেশে বক্তারা বলেন, ‘আড়াই দশকেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করে প্রশাসনিক স্বৈরতান্ত্রিকতার মাধ্যমে পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। একইসঙ্গে কায়েমি স্বার্থবাদকে পরিপুষ্ট করতে বিশ্ববিদ্যালয়গুলোতে ত্রাসের রাজত্ব ও পেশীশক্তির রাজনীতি কায়েম রাখার অপচেষ্টা চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো অগণতান্ত্রিকতার অন্ধকারে ক্যাম্পাসগুলোকে নিমজ্জিত রেখে স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে।’
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মিছিল ও ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জিলানী শুভ। সাধারণ সম্পাদক লিটন নন্দীর পরিচালনায় বক্তারা আরও বলেন, ‘অবিলম্বে গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া ও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। ছাত্র প্রতিনিধিত্ববিহীন সিনেট ও সিন্ডিকেটগুলো অবৈধ। আগামীতে দুর্বার ছাত্র আন্দোলন রচনার মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে আনতে হবে।'
সমাবেশে ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি সুমন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস, ঢাকা মহানগর সভাপতি দীপক শীল প্রমুখ।

/জেএইচ/

সম্পর্কিত
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সর্বশেষ খবর
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
‘অপতথ্য রোধে সরকার, গণমাধ্যম এবং সুশীল সমাজ একসঙ্গে কাজ করতে পারে’
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে