X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

‘ঘুষ’ নিয়ে বক্তব্যের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি) গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন তিনিই। আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ডিসেম্বর শিক্ষা ভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) সম্মেলন কক্ষে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আপনারা ঘুষ খান, কিন্তু সহনীয় মাত্রায় খান।’ ডিআইএ কর্মকর্তারা ঘুষ নিয়ে ভালো প্রতিবেদন জমা দেন বলে মন্তব্য করেন তিনি। ডিআইএ’র কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় তাকে।
এক উদাহরণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘ডিআইএ কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে যান। সেখানে গিয়ে ঘুষের বিনিময়ে তারা ওই প্রতিষ্ঠানকে নিয়ে ভালো প্রতিবেদন দেন। স্কুল পরিদর্শনে গেলে খাম রেডি করাই থাকে। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ— আপনারা ঘুষ খান, কিন্তু সহনীয় হয়ে খান। কেননা, আমার এটা বলার সাহসই নেই যে, ঘুষ খাবেন না। তাহলে তা অর্থহীন হবে।’
শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, আমি বলেছি ডিআইএ কর্মকর্তারা একসময় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাত্রাতিরিক্ত ঘুষ খেতেন। স্কুলে গেলেই খাম ধরিয়ে দেওয়া হতো তাদেরকে। তখন থেকে হুঁশিয়ারি দিয়েছি। জিরো টলারেন্স নিয়েছি। আমরা তখন বলেছিলাম, ঘুষ খেলেও সহনশীল মাত্রায় নেমে আসুন। কিন্তু এখন আমরা আরও কঠোর হয়েছি। ঘুষ খাওয়াসহ তাদের দুর্নীতির বিভিন্ন বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছি। এই কথাটিই আমি উদাহরণ হিসেবে বলেছি।’

/আরএআর/জেএইচ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
এবার ১৩টি পশুর হাট বসাতে চায় চসিক
এবার ১৩টি পশুর হাট বসাতে চায় চসিক
ইরান গেলেন বাংলাদেশের তিন অ্যাথলেট
ইরান গেলেন বাংলাদেশের তিন অ্যাথলেট
দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া: জেলেনস্কি
দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রফতানি আটকে দিয়েছে রাশিয়া: জেলেনস্কি
মোবাইল ফোন-ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ
মোবাইল ফোন-ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ
এ বিভাগের সর্বাধিক পঠিত