X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষকের সংখ্যা বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৭:১২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২১:৪২

অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের নিয়ে যাওয়া হচ্ছে ঢামেক হাসপাতালে (ছবি: বাংলা ট্রিবিউন) এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট-অর্ডার) দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন দেশের নন-এমপিও শিক্ষকরা। এই কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় অর্ধশত শিক্ষক। সময় গড়ানোর সঙ্গে বাড়ছে এই সংখ্যা। কিন্তু আশার আলো দেখছেন না নন-এমপিও শিক্ষকরা।
গত ৩১ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে অনশন করছেন নন-এমপিও শিক্ষকরা। এর পরদিন গত ১ জানুয়ারি ১২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এ তথ্য জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের মুখপাত্র শফিকুল ইসলাম। তৃতীয় দিনে আরও ৭ জন অসুস্থ হন। বুধবার (৩ জানুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। 
ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনশনে যোগ দিয়েছেন অনেক নন-এমপিও শিক্ষক। অসুস্থদের মধ্যে কেউ কেউ আবার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েই আবার অনশনস্থলে চলে আসছেন। তাদের জন্য প্রেসক্লাবের সামনেই স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদের আঞ্জুমানে মফিদুল ইসলামের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই সেবা মিলছে বিনামূল্যে।

বুধবার সকালে শিক্ষকদের অনশন কর্মসূচিতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দু’জন চিকিৎসককে পাঠানো হয়েছে। তাদের একজন ডা. রায়হানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষকদের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি দেখার দায়িত্ব পেয়েছি আমরা। তাদেরকে দেখে আমরা অফিসকে জানাবো। এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না।’
এদিকে নন-এমপিও শিক্ষকদের এখন একটাই দাবি— এমপিওভুক্তি করার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও সুস্পষ্ট ব্যাখ্যা। এগুলো বাস্তবায়নের আশ্বাস নিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শিক্ষকদের অনশন ভাঙাতে এসেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনশন ভাঙার জন্য তার অনুরোধ প্রত্যাখ্যান করেন নন-এমপিও শিক্ষকরা। তাদের দাবি, সরকারের কাছ থেকে এ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা আসতে হবে। শিক্ষামন্ত্রীর বক্তব্য সুস্পষ্ট নয় বলে উল্লেখ করেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ।

এমপিওভুক্তির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি দিয়েছেন তারা। তবুও ২০১৬-১৭ আর ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনও বরাদ্দ রাখা হয়নি।

এ কারণে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন নন-এমপিও শিক্ষকরা। তাদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু তা প্রত্যাখ্যান করে ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশন করছেন তারা।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি— দীর্ঘ ১০ থেকে ১৫ বছর বিনাবেতনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে আসছেন তারা। এ কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। একইসঙ্গে ধরে রাখা যাচ্ছে না শিক্ষার মান।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, দেশের ৯৮ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি মাদ্রাসা। সবই বেসরকারি ব্যবস্থাপনা নির্ভর। এর মধ্যে বিভিন্ন স্তরে পাঁচ-ছয় হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে, যা এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীকে পাঠদানের কাজে নিয়োজিত রয়েছেন ৮০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে