X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

প্রশাসনের পরবর্তী পদক্ষেপ দেখে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেবে বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৯, ০১:৩০আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০১:৩২

প্রশাসনের পরবর্তী পদক্ষেপ দেখে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেবে বুয়েট শিক্ষার্থীরা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ওই হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ তিন দাবি পূরণ হলে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের কথা জানায় আন্দোলনকারীরা। এরইমধ্যে বহিষ্কারের দাবি বাস্তবায়িত হয়েছে। বাকি দুটি দাবি পূরণে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ দেখে অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে আন্দোলনকারীরা।

আন্দোলনের নেতৃত্বে থাকা শাকিল আনোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, তিনটি দাবি মেনে নিতে প্রশাসন তিন সপ্তাহ সময় চেয়েছে। এর মধ্যে একটি দাবির বাস্তবায়ন হয়েছে। বাকি দুই দাবির বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ দেখে অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুয়েট শিক্ষার্থীদের তিন দাবির প্রথমটি ছিল- আবরার ফাহাদ হত্যাকাণ্ডের অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার করা। দ্বিতীয়টি, আহসানুল্লা, তিতুমীর এবং সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের শাস্তি বাস্তবায়ন করা আর তৃতীয় দাবি ছিলো, সাংগঠনিক ছাত্ররাজনীতি এবং র‍্যাগিংয়ের বিভিন্ন ক্যাটাগরির শাস্তির নীতিমালা প্রস্তুত করে সাধারণ ছাত্রদের নিয়ে প্রশাসনের আলোচনা,আলোচনার ভিত্তিতে বুয়েট অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট থেকে অনুমোদিত হয়ে প্রস্তাবিত অ্যাকাডেমিক কার্যক্রম অংশগ্রহণের তারিখের অন্তত ৭ দিন আগে মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করা। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নীতিমালা পাঠানোর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তার সব কিছু নিশ্চিত করা।

শিক্ষার্থীদের বাকি দুই দাবি পূরণের অগ্রগতি জানতে বুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

/জেজে/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
‘কালি ও কলম’ সাহিত্য পুরস্কার পেলেন চার তরুণ
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
আইনগত সহায়তা পাওয়া করুণা নয়, অধিকার: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে