X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

খুবির ৩ শিক্ষককে চাকরিচ্যুতের সিদ্ধান্ত ‘স্বৈরাচারী ও অযৌক্তিক’

ঢাবি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৬:২১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৬:২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের সিদ্ধান্তকে স্বৈরাচারী ও অযৌক্তিক বলছেন।

রবিবার (২৪ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক সজল বাড়ৈর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সংগঠনটি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাঁচ দফা দাবির আন্দোলনে একাত্মতা পোষণকারী শিক্ষকদের উস্কানি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকরিচ্যুত করার যে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সিন্ডিকেট সভায় তা অযৌক্তিক, অগণতান্ত্রিক ও স্বৈরাচারী। তারা একজন শিক্ষককে বহিষ্কার এবং দুই জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে, সকল মতকে উপেক্ষা করে।’

নেতারা বলেন, ‘এই রকম একটি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর সবচেয়ে বড় আঘাত। বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার প্রতিষ্ঠান। যেখানে নতুন জ্ঞান সৃষ্টি হয়। ছাত্র এবং শিক্ষকদের অধিকার খর্ব করে সেই পরিবেশকে ক্রমাগত ব্যাহত করছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। একদিকে দুই জন ছাত্র বহিষ্কারের প্রতিবাদে তাদের অনশন কর্মসূচি পরিচালনা করছে। সিন্ডিকেট সভায় সেটা নিয়ে কোনও সিদ্ধান্তের পরিবর্তে শিক্ষকদের ওপরও একই পরিস্থিতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

নেতারা অবিলম্বে ছাত্র ও শিক্ষকদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবি জানান।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র