X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায়ও সমাধান হয়নি ঢাবির ভর্তি ওয়েবসাইটের জটিলতা

ঢাবি প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ১৮:৩০আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৮:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হওয়ার ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরুর পর থেকেই দেখা দেয় ওয়েবসাইটের সিস্টেম জটিলতা। সেই জটিলতা এখনও কাটিয়ে উঠতে হিমসিম খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওয়েবসাইট জটিলতার কারণে আবেদন কার্যক্রম বন্ধ থাকার কয়েক ঘণ্টা পর পুনরায় ওয়েবসাইট সচল করা হলেও পুরোপুরিভাবে সমাধান হয়নি এখনও পর্যন্ত।

আবেদন প্রক্রিয়ায় এই জটিলতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ মার্চ) সকালে ওয়েবসাইটটিতে ঢোকা গেলেও দীর্ঘ সময় লোড নেওয়ার মতো ঝামেলা এখনও বিদ্যমান রয়েছে।

সোমবার (৮ মার্চ) বিকাল পাঁচটায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করেন। পরে যান্ত্রিক জটিলতা তৈরি হওয়ায় পর সেটি ঠিক করতে কিছু সময়ের জন্য ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আবেদনের জন্য খুলে দেওয়া হলে দেখা যায়, আবেদন করতে গিয়ে এখনও সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) প্রবেশ করে দেখা যায়, ওয়েবসাইট চালু হয়েছে। তবে কোনও একটি নির্দেশনাতে ক্লিক করলে অনেক সময় নিয়ে লোড নিচ্ছে। মাঝে মাঝে ওয়েবসাইটে প্রবেশ না করেও টাইম আউট দেখাচ্ছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিযোগ, বারবার ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদন করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে তাদের। সোমবার রাতে তো সাইটে ঢুকতেই পারা যায়নি। সকাল থেকে একটু একটু ঢুকতে পারলেও অনেক ধীরগতিতে কাজ চলছে। আবার মাঝে মাঝে টাইম আউট হয়ে যাচ্ছে।

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রয়েল মিডিয়া কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থী আশিক খান বলেন,‘সকাল সাড়ে ১০টায় আবেদন করতে কম্পিউটারের দোকানে এসেছি। কয়েকজন লাইনে দাঁড়িয়ে আছেন। ঠিকমতো কাজ করলে যেখানে ১০ মিনিটে কাজ শেষ হয়ে যেত, সেখানে এখন প্রায় এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করেও আবেদন করতে পারিনি। আবার অন্য সময় আসতে হবে। কে জানে তখনও একই সমস্যা থাকে কিনা!’

জানা যায়, গত ১০ বছর ধরে ওয়েবসাইটটি একই সিস্টেমে চলছে। প্রতি বছরই কিছু না কিছু জটিলতা তৈরি হয়। এবার সেই জটিলতা আবেদন শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়, যার কারণে প্রতিবারের তুলনায় এবার শিক্ষার্থীরা  অতিরিক্ত ভোগান্তি পড়ছেন।

ওয়েবসাইট জটিলতার কারণ জানতে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল যে অনাকাঙ্ক্ষিত সমস্যাটি দেখা দিয়েছিল, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।  আজ কিন্তু সেই সমস্যাটি নেই। আজ যে সমস্যাটি দেখা দিচ্ছে, সেটা বেশি রাশ হওয়ার কারণে। অনেকে একইসঙ্গে ভিজিট করছে বলে এমনটা হচ্ছে। আমাদের অনলাইন ভর্তি কমিটির সদস্যরা সমস্যা সমাধানে কাজ করছেন। আশাকরি, দ্রুত সমস্যার সমাধান হবে।’

ঢাবিতে অনলাইনে ভর্তি আবদেন শুরু হয়েছে সোমবার (৮ই মার্চ) থেকে। চলবে ৩১ মার্চ পর্যন্ত।  ঢাবিতে যোগ হয়েছে আবহাওয়া বিজ্ঞান নামে নতুন একটি বিভাগ,বেড়েছে ১৫টি আসন, বড়েছে আবেদন ফি-ও।  গত বছর যেখানে আবেদন ফি ছিল ৪৫০টাকা, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৬৫০ টাকা।ৎ

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!