X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর প্রত্যাহারের দাবি ছাত্রদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ২২:২৮আপডেট : ১১ জুন ২০২১, ২২:৪৯

বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. বায়েজিদ আহমেদের সই করা বিবৃতিতে এ দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাদির হোসেন তরু ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জিমি।

শুক্রবার (১১ জুন) রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই বিবৃতির কথা জানান। 

বিবৃতিতে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের এই দুই নেতা।

ছাত্রদল নেতারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত কর কোনো মতেই মেনে নেওয়া হবে না। এমন অন্যায্য সিদ্ধান্ত অতীতেও ছাত্রসমাজ মেনে নেয়নি, এখনও মেনে নেবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে কর প্রত্যাহারে বাধ্য করা হবে।

তারা বলেন, বাংলাদেশে প্রায় ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছেন। করোনার স্থবিরতার কারণে যেখানে শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে প্রস্তাবিত বাজেটে শিক্ষার ওপর ১৫ শতাংশ কর আরোপ করা অনৈতিক। পৃথিবীর বিভিন্ন দেশে যখন উচ্চশিক্ষার জন্য রয়েছে বিপুল সংখ্যক বৃত্তির ব্যবস্থা রয়েছে, পক্ষান্তরে সরকার শিক্ষার ওপর কর বসিয়ে বাংলাদেশকে একটি মূর্খ জাতি হিসেবে পঙ্গু করে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা খাতের ওপর আরোপিত কর বেসরকারি বিশ্ববিদ্যালয় ট্রাস্ট আইন পরিপন্থী।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ