X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের সেই প্রাথমিকে রবিবার থেকে চলবে দুই শ্রেণির ক্লাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৭

শিক্ষার্থী করোনা আক্রান্তের ঘটনায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ রাখা চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান রবিবার (২৬ সেপ্টেম্বর) থেকে চলবে।  

বিদ্যালয়টির ৫ শিক্ষার্থী করোনায় আক্রান্তের পর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চতুর্থ শ্রেণির ও পঞ্চম শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছিল।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘রবিবার (২৬ সেপ্টেম্বর) থেকে ক্লাস চলবে। শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে পাঠদান বন্ধ করার কথা নয়। শিক্ষার্থীদের আইসোলেশন বা কোয়ারেন্টিনে নিতে হবে। অতিরিক্ত সতর্কতা হিসেবে ঘটনার পরদিন (বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পাঠদান বন্ধ রাখা হয়।‘

মহাপরিচালক জানান, ঠাকুরগাঁওয়ে মোট ১৪ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। আক্রান্ত অন্য শিশুরা ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের সদস্য। বেশিরভাগ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। শিশু সদন পরিবার থেকেই করোনা আক্রান্ত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ জন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) ওই ঘটনার পর বিদ্যালয়ের দুই শ্রেণির ক্লাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ক্লাস হয়নি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এবং শনিবার (২৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি রয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) ওই দুই শ্রেণির ক্লাস চলবে।  

ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীরা পার্শ্ববর্তী হাজিপাড়া আদর্শ হাইস্কুলের ছাত্রী। আক্রান্ত হওয়ার পর শিক্ষার্থীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমের আশ্রিতরা
ভুয়া পুলিশ সদস্য আটক
ভুয়া পুলিশ সদস্য আটক
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়
করবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচিকরবস্থানের মাটি ভরাটের কাজে শ্রমিক নিয়োগে ঘুষ!
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা