X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শ্রমবাজার উপযোগী কর্মী তৈরিতে কারিগরি শিক্ষায় অগ্রাধিকার: উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২১, ২১:৩৭আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২১:৪৭

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী সাধারণ ধারায় শিক্ষা লাভ করে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। তাই জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কর্মী তৈরিতে কারিগরি শিক্ষার বিস্তার ও মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।’ মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: জার্মানির অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক পলিসি পেপার উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা এফইএস, বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে।

উপমন্ত্রীর মন্তব্য, দীর্ঘ সময় ধরে সস্তা শ্রমিক দিয়ে শিল্প প্রতিষ্ঠান চলতে পারে না। এজন্য শিল্প মালিকদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের আহ্ববান জানান তিনি।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘দেশের নব্বই শতাংশ শিক্ষার্থীকে বৃত্তিমূলক শিক্ষার আওতায় নিয়ে আসা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ভাবনা। তিনি সিঙ্গাপুর ও জার্মানিসহ অন্যান্য উন্নত দেশের আদলে বাংলাদেশে কর্মমুখী শিক্ষা প্রবর্তনের পরিকল্পনা করেছিলেন। বর্তমান সরকার কর্মীদের দর-কষাকষির ক্ষমতা বৃদ্ধির জন্য তাদের দক্ষতার স্তর বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।’ 

উপমন্ত্রী উল্লেখ করেন– ইতোমধ্যে কারিক্যুলাম পরিবর্তন, শিল্পের চাহিদা অনুসারে কার্যকর ও বিষয়ভিত্তিক কোর্সের সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারিগরি খাতে শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণ করে ব্যাপক সংখ্যায় নতুন প্রতিষ্ঠান স্থাপনের কাজ এগিয়ে চলছে।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, বর্তমানে ৬৪টি জেলায় সরকারের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকার প্রথম ধাপে ১০০টি উপজেলায় এবং দ্বিতীয় ধাপে ৩২৯টি উপজেলায় এসব সম্প্রসারণ করছে। তবে বিদ্যমান সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মান বজায় রাখতে প্রতিষ্ঠানগুলোকে এ, বি ও সি শাখায় রেটিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের পরামর্শ, ‘দেশে প্রায় সাড়ে ১০ হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিল্প মালিকদের চাহিদা ও শিক্ষা প্রতিষ্ঠানের কারিক্যুলামের মধ্যে দূরত্ব ঘুচিয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও ব্যবহারিক জ্ঞান বাড়ানো প্রয়োজন।’

/এসএমএ/জেএইচ/
সম্পর্কিত
দুর্নীতি-অযোগ্যতা: শতাধিক শর্ট কোর্স হারাচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড
সারা দেশে ১০০টি টিএসসি স্থাপন প্রকল্প শেষের পথে
‘শিক্ষার্থীদের পেশাদার প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণ দেওয়া হবে’
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা