X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার বিধিমালা হালনাগাদে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রাতিষ্ঠানের শাখা ক্যাম্পাস/স্টাডি সেন্টার স্থাপনের বিধিমালা ২০১৪’ হালনাগাদ করতে বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ২০ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নোটিশ জারি করে।

বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

বৈঠকে ইউজিসির সচিবকে বিধিমালার তুলনামূলক বিবরণী ও কমিটির প্রতিবেদন উপস্থান করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৫০, ৩ ও ৩৯ ধারার ক্ষমতাবলে ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ প্রণয়ন করা হয়।

আইনে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যম্পাস করার কথা বলা হয়। কিন্তু বিধিমালায় শাখা ক্যাম্পাসের পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার স্থাপনের বিধানও রাখা হয়। ২০১৪ সালের বিধিমালার গেজেট প্রকাশের পর বিধিমালা নিয়ে বিতর্ক তোলে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। সমিতি জানায়, বিধিমালাটি আইনের সঙ্গে সাংঘর্ষিক।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিধিমালা জারির পর ২০১৫ সালে মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেওয়া হয়। তবে বিতর্ক ওঠায় ২০১৬ সালে তা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। ওই সময় থেকে বিধিমালার কার্যক্রম বন্ধ থাকে।

 

আরও পড়ুন

মোনাশ কলেজের স্টাডি সেন্টারের অনুমোদন দেয়নি ইউজিসি

/এসএমএ/এফএ/
সম্পর্কিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!