X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মান বাড়াতে হবে:শিক্ষামন্ত্রী

ঢাবি প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৯:১০আপডেট : ০৯ মে ২০২২, ১৯:১০

বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানে স্বীকৃতি পেতে হলে অবশ্যই গবেষণার মান বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে যদি বিশ্বমানের স্বীকৃতি পেতে হয়, তাহলে অবশ্যই গবেষণায় ভালো করতে হবে। সেখানে মুক্তবুদ্ধির চর্চা আরও বাড়াতেই হবে এবং শিক্ষার মান আরও বাড়াতে হবে।

সোমবার (৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগে  ১২দিনব্যাপী  ‘ম্যাথম্যাটিক্যাল এপিডেমিওলোজি/বায়োলজি’ শীর্ষক এক  কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কর্মশালার মাধ্যমে বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে নিজস্ব চিন্তা-ভাবনা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এরকম বিভিন্ন গবেষণাধর্মী কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ দেশে গণিত শিক্ষার উন্নয়ন ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তার দেখানো পথ ধরে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ সর্বক্ষেত্রে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এখানে বিভিন্ন সময় একরকম আরেও অনেক প্রোগ্রামে এসেছি। এই ধরনের কর্মসূচিগুলো সবসময় চলমান থাকা উচিত। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান চর্চা নয়, নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্রও। সেই নতুন জ্ঞান সৃষ্টির জন্য যে গবেষণার প্রয়োজন, সেই গবেষণায় অনেক বেশি মনোনিবেশ করতে হবে।  আমরা যদি এমন গ্র্যাজুয়েট তৈরি করি যার সঙ্গে কর্মজগতের মিল নেই, তাহলে আমরা খুব একটা ভালো করবো না।  সেজন্য কারিকুলাম প্রণয়ন থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সঙ্গে একটা যোগসূত্র  তৈরি করতে হবে৷ সেটি করা যদিও সহজ নয়,তবুও আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, বিজ্ঞানের মূল হচ্ছে ম্যাথমেটিকস। গণিত ছাড়া আমরা কোনও কিছুই কল্পনা করতে পারি না।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী