X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে কারিকুলাম বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ২১:৩৯আপডেট : ০১ জুন ২০২২, ২১:৩৯

শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন কারিকুলাম বাস্তবায়নের চ্যলেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বুধবার (১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও কিছু খুব সহজে হয় না। এটাও (শিক্ষাক্রম পরিবর্তন) বড় পরিবর্তন। সেই পরিবর্তন সহজ হবে না। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবার সহযোগিতা লাগবে। দিন-রাত অনেক বিষেজ্ঞ কাজ করছেন, তাদের উৎসাহিত করবেন।’

শিক্ষার্থীরা সমস্যায় পড়বে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘নতুন কারিকুলামে কোনও শিক্ষার্থীর না পারার কথা নয়। যত্নের সঙ্গে ‘টিচার গাইড’ তৈরি হচ্ছে। শিক্ষকরা সেই গাইড অনুসরণ করে পড়াবেন। আসলে অনেক বেশি পড়ানোর চেয়ে শিক্ষকরা অনেক বেশি গাইড করবেন। শিক্ষার্থীরা নিজেরাই তাদের সমস্যার সমাধান করতে পারবে। সেভাবেই বই লেখা হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও বিষয় পড়লাম, তার চেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়টি জানতে পারলাম কিনা? তাহলে আমি যা-ই পড়ি নিজের সঙ্গে তা খাপ খাইয়ে নিতে পারবো।’

বেন্ডেড এডুকেশন কারিকুলামে যুক্ত হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বেল্ডেড লার্নিং নিয়ে মহাপরিকল্পনা করছি, সেটা প্রায় চূড়ান্ত। সেটা আমরা শিক্ষাক্রমে যুক্ত করবো। কাজেই যে যেখানে আছেন, সেখানে বসেই দক্ষতা বাড়িয়ে নিতে পারবেন।’

এসএসসি পর্যন্ত বিভাগ বিভাজন থাকবে না প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পর্যন্ত অবিভক্ত শিক্ষা ব্যবস্থা। সবাইকে সবটা পড়তে হবে।  বিভাগ বিভাজন শুরু হবে এইচএসসি থেকে।’

উচ্চশিক্ষার কারিকুলাম পরিবর্তনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক পরিবর্তন আনতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করাতে হবে।’ তিন মাসের কোর্স বা ছয় মাসের কোর্স করানোর কথা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
জিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র