X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওবিই অনুযায়ী পাঠ্যক্রম হালনাগাদের পরামর্শ ইউজিসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ২০:১৫আপডেট : ১২ জুন ২০২২, ২০:১৫

আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের সঙ্গে সমন্বয় রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম হালনাগাদের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ওবিই শিক্ষাক্রমের আলোকে পাঠ্যক্রম তৈরি করা হলে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা যাবে এবং আঞ্চলিক ও বিশ্ব র‌্যাকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে যাওয়া সম্ভব হবে।

রবিবার (১২ জুন) ইউজিসি আয়োজিত ওবিই শিক্ষাক্রম বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এই পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেছেন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দেশের গ্রাজুয়েটদের গড়ে তুলতে হবে। দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদেরকে চাকরি উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। গ্রাজুয়েটরা যেন চাকরির ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারে সেজন্য যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিষয়াদি পাঠ্যক্রমে অথবা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে।’

সব শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রয়োজন নেই উল্লেখ করে অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, উচ্চ মাধ্যমিক সনদ অর্জনের পর দেশের সব শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রয়োজন নেই। ঢালাওভাবে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা প্রয়োজনে ডিপ্লোমা ও কারিগরি শিক্ষা গ্রহণ করে চাকরির বাজারে প্রবেশ করতে পারে।

বিশ্বজিৎ আরও বলেন, ‘শিক্ষার্থীদেরকে মুখস্তনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের করে আনতে হবে। পাঠ্যবইয়ের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদেরকে জ্ঞান অর্জন ও প্রয়োগ কৌশল শেখাতে হবে।

ইউজিসি’র এসপিকিউএ বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। একই বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় প্রশিক্ষণে ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নেন। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসর পরিচালক অধ্যাপক ড. মাজহারুল ইসলাম এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ফারিন হাসান কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে যুক্ত ছিলেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
এপিএ’র কর্মপরিকল্পনায় মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ