X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বেসরকারি টিটিসি এমপিভুক্তির দাবিতে স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:০২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:০২

মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলো এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সমিতির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খানের সই করা স্মারকলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে দেওয়া হয়েছে।

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি শিক্ষকদের এমপিওভুক্তি ছাড়াও আরও চার দফা দাবি জানিয়েছে স্মারকলিপিতে।                                                                      

সমিতির সভাপতি ও ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৬৭টি বেসরকারি টিটি কলেজ বিএড প্রশিক্ষণ দিয়ে আসছে। এসব কলেজ থেকে প্রতিবছর প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান করছেন।  বিগত ৩০ বছরেও এসব কলেজ সরকারের সুনজরে আসেনি। অথচ এসব কলেজ থেকে প্রায় দুই লাখ শিক্ষক প্রশিক্ষণ নিয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

তিনি বলেন, ‘সরকারের আর্থিক কোনও সহযোগিতা ছাড়াই উদ্যোক্তাদের একক প্রচেষ্টায় কলেজগুলো দীর্ঘ প্রায় তিন যুগ সংগ্রাম করে টিকে আছে। দুর্ভাগ্যের বিষয়, আমরা যাদেরকে ট্রেনিং দিচ্ছি তাদের এমপিও দেওয়া হচ্ছে। কিন্তু আজও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদেরকে এমপিও দেওয়া হয়নি। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রশিক্ষকরা বছরের পর বছর নামমাত্র বেতন, কিংবা বিনা বেতনে প্রশিক্ষণ দিয়ে আসছেন।’

স্মারকলিপি দেওয়ার সময় অধ্যাপক রমজান আলী, উপাধ্যক্ষ মো. বাবুল হোসেন, অধ্যক্ষ সুলতানা সাজিদা ইয়াসমিন, অধ্যক্ষ এবিএম আবদুস সোবহান, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যক্ষ আবদুস সামাদ, অধ্যক্ষ শাহিদা আক্তার, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক সরকার, অধ্যক্ষ আবুল খায়ের মুকুল, অধ্যক্ষ শাম্মি আক্তার লিনা, অধ্যক্ষ শানজিদা শাহনাজ পারভীন, অধ্যক্ষ জহির উদ্দিন স্বপন, অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, অধ্যক্ষ ফাতেমা খাতুন, অধ্যক্ষ জয়নাল আবেদীন, ড. হাসমত উল্লাহ, অধ্যক্ষ রাহাতুল আবকা, অধ্যক্ষ রওশন আরা বেগম, অধ্যক্ষ মো. কলিম উল্লাহ, অধ্যক্ষ কালী পদ রায়, অধ্যক্ষ আবদুর রউফ তপাদার, অধ্যক্ষ মো. আলমগীর হোসেন এবং অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তাদের দাবির মধ্যে রয়েছে— বেসরকারি টিচার্স কলেজে কর্মরত সব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে।

জরুরিভিত্তিতে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি ট্রেনিং কলেজে একটি করে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠাসহ তথ্য প্রযুক্তির সব সুবিধা দিতে হবে।

প্রতিটি বেসরকাটি টিচার্স ট্রেনিং কলেজের  নামে একখণ্ড নিষ্কণ্টক জমি চিরস্থায়ী বন্দোবস্ত দিতে হবে।

 

 

/এমএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা