X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কখনোই স্কুলে যায়নি ৪০ শতাংশ পথশিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১৯:৫২আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৯:৫২

পথশিশুদের প্রতি ১০ জনের মধ্যে চার জন (৪০ শতাংশ) কখনোই কোনও স্কুলে ভর্তি হয়নি। আর কোনও ক্লাসই পাস করেনি ১৪ দশমিক ২ শতাংশ পথশিশু। সোমবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকার আগারগাঁও পরিসংখ্যান ভবন মিলনায়তনে ‘পথশিশু জরিপ ২০২২’ এর প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে আসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে।

ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জরিপের ফলাফলে দেখা গেছে, কোনও ক্লাস পাস করেনি ১৪ দশমিক ২ শতাংশ পথশিশু। প্রি-প্রাইমারি পর্যন্ত লেখাপাড়া করেছে ৪ দশমিক ৭ শতাংশ।  প্রথম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে ৪ দশমিক ২ শতাংশ, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ১৮ দশমিক ৪ শতাংশ, তৃতীয় শ্রেণি পর্যন্ত ১২ দশমিক ৭ শতাংশ, চতুর্থ শ্রেণি পর্যন্ত ১১ দশমিক ৩ শতাংশ, পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮ দশমিক ৮ শতাংশ, ষষ্ট শ্রেণি পর্যন্ত ৩ দশমিক ৩ শতাংশ, সপ্তম শ্রেণি ৩ দশমিক ২ শতাংশ, অষ্টম শ্রেণি পর্যন্ত ১ দশমিক ৭ শতাংশ, নবম শ্রেণি পর্যন্ত ১ দশমিক ২ শতাংশ এবং এসএসসি ও সমমান পরীক্ষা পর্যন্ত শূন্য দশমিক ৪ শতাংশ পথশিশু লেখাপড়া করেছে।

আট বিভাগে ৭ হাজার ২০০ শিশুর ওপর এই জরিপ পরিচালিত হয়। জরিপের ফলাফলে আরও দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে চার জনের কখনই শিক্ষা প্রতিষ্ঠানে এনরোলমেন্ট হয়নি।  স্কুলগামী পথশিশুদের অর্ধেকের বেশি ৫৬ দশমিক ৬ শতাংশ পঞ্চম শ্রেণি শেষ করতে পারেনি। পাঁচ জনের একজন পথশিশু পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়েছে। এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান শেষ করার হার অতি নগণ্য।

শুধু পড়তে পারে ৩১ দশমিক ৫ শতাংশ, লিখতে ৩০ দশমিক ৮ শতাংশ, লিখতে এবং পড়তে পারে ২৮ দশমিক ৩ শতাংশ।

প্রতি ১০ জন পথশিশুর মধ্যে ৩ জন লিখতে ও পড়তে পারে। ছেলে বা মেয়ে পথশিশুর মধ্যে উল্লেখযোগ্য কোনও তফাত নেই লেখা ও পড়ার ক্ষেত্রে। ছেলে পথশিশু লিখতে ও পড়তে পারে ২৮ দশমিক ৩ শতাংশ এবং মেয়ে পথশিশু ২৭ দশমিক ৯ শতাংশ। 

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী