X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অর্থ বিভাগ না চাইলে এখনই এমপিও পাবেন না অনার্স-মাস্টার্সের শিক্ষকরা

এস এম আববাস
২৬ এপ্রিল ২০২৩, ১০:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১০:০০

অর্থ বিভাগ না চাইলে এখনই এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) পাবেন না বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব বিবেচনায় তৃতীয় শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি এখনও সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি এখনই মেনে নেবে না অর্থ বিভাগ। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনা সম্ভব হলে হয়তো এ সমস্যার সমাধান হতে পারে।  সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো মশিউর রহমান বলেন, ‘এখন দেশের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে, তার মধ্যে হুট করে অনেক লোককে সরকার জনবল কাঠামোতে নেবে বলে আমার মনে হয় না। তবে আমদের পক্ষ থেকে জোরালোভাবে বলা আছে। তাছাড়া যখনই যে ফোরামে সুযোগ পাই, সেখানেই বলি— বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের এভাবে রেখে অনার্স পড়ানোর কেনও মানে নেই। আমাদের বলার পর অর্থ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘কিন্তু এই মুহূর্তে  কিছু হবে বলে আমার মনে হয় না। কারণ, এখনই হাতে-কলমে কাজ শুরু হয়েছে, আমার তা মনে হয়নি।’

দীর্ঘদিন বিনা বেতনে চাকরি করা অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘অর্ধেক সরকার আর অর্ধেক কলেজ থেকে বেতন দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় সম্মত ছিল। এর মধ্যে কোভিড-১৯ এবং তারপর ইউক্রেন যুদ্ধ এসে হাজির হলো। তিন বছর এভাবেই চলে গেলো। এই শিক্ষকদের জন্য এটি ব্যাডলাক। এখন নাটকীয়ভাবে দ্রুত এমপিওভুক্তি চাইলে প্রধানমন্ত্রী যদি বিশেষ ব্যবস্থায় করেন, তাহলে হবে। ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমওপিওভুক্তির একটি প্রক্রিয়া চলছে, সেটি এখনও হয়নি।  ডিগ্রি তৃতীয় শিক্ষক শেষ করে তারপর অনার্স-মাস্টার্স স্তরের বিষয়টি সমাধান করতে পারবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ২৯ বছর ধরে এমপিওভুক্তি ছাড়া চাকরি করা বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের সাড়ে পাঁচ হাজার শিক্ষকের বেতন-ভাতা নিশ্চিতে গত বছর নতুন করে উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠানো হয়। একইসঙ্গে ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের দক্ষতা ও কাজের ক্ষেত্র বাড়ানোরও প্রস্তাব করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় দুই দফায় অনার্স-মাস্টার্স ও ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য জনবল কাঠোমোতে অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠায়। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অর্থ বিভাগ এতে সম্মতি দেয়নি।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ওই সময় বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আমরা সমাধানের চেষ্টা করছি। কিন্তু আমরা সব সিদ্ধান্ত এককভাবে নিতে পারি না।  আমাদের জনপ্রশাসনে যেতে হয়, অর্থ মন্ত্রণালয়ে যেতে হয়, আমরা এমপিও নীতিমালা সংশোধন করে যখন পাঠাই, তারপরও অর্থ মন্ত্রণালয় থেকে তৃতীয় শিক্ষকের পদটিই অনুমোদন দেওয়া হয়নি। আমাদের আবারও অর্থ মন্ত্রণালরে সঙ্গে দেনদরবারে যেতে হবে। আমরা আশা করছি যে, তারা বিষয়গুলো বিবেচনা করবে।’  

মন্ত্রীর এই আশ্বাসের পর এক বছর হতে চললেও অর্থ বিভাগ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়  এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, ‘আমরা বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের বেতন নিশ্চিত করতে চাই এবং মন্ত্রণালয়ও চায়। কিন্তু অর্থ মন্ত্রণালয় আটকায়, তারা বলে— এটা লাগবে কেন?  অথচ মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে শিক্ষায় বিনিয়োগ বেশি প্রয়োজন। আমি শিক্ষকদের বলেছি— রাস্তায় সমাধান হবে না। প্রশাসনের সঙ্গে সম্পর্ক তৈরি করে উন্নয়ন ঘটাতে হবে। শতভাগ না হোক সরকার যদি অর্ধেক দেয়, আর প্রতিষ্ঠান যদি অর্ধেক দেয়, তাহলেও তো একটা সিস্টেমে আসে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজের তৃতীয় শিক্ষক ও অনার্স স্তরের শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জনবল ও এমপিও নীতিমালায় পদ নেই। অপরদিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যলয় অধিভুক্ত মাদ্রাসার কামিল স্তরের শিক্ষককের মাদ্রাসা শিক্ষা অধিদফতরের জনবল ও এমপিও নীতিমলায় পদ রয়েছে। ফলে মাদ্রাসার উচ্চশিক্ষা স্তরের শিক্ষকরা নীতিমালা অনুযায়ী বেতন-ভাতার সরকারি অংশ পান। অন্যদিকে বেসরকারি কলেজের ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষক ও অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা বেতন-ভাতার সরকারি অংশ পান না।

বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষক সংগঠনের নেতাদের দাবি— এমপিও নীতিমালায় এই বৈষম্য থাকায় আমরা ২৯ বছর ধরে এমপিওভুক্ত হতে পারিনি। সে কারণে বেতন-ভাতার সরকারি অংশ পাই না। আবার অধিভুক্তির শর্তানুযায়ী কলেজ কর্তৃপক্ষের বেতন দেওয়ার কথা থাকলেও শহরের নামমাত্র কিছু কলেজ ছাড়া দেশের প্রায় সব কলেজের কর্তৃপক্ষ প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা দেয় না।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ‘একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সদ্য জাতীয়করণ করা কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা ক্যাডার বা নন-ক্যাডারভুক্ত হয়েছেন। ডিগ্রি তৃতীয় শিক্ষকরা জনবলে না থাকার পরেও এমপিওভুক্ত হয়েছেন, হচ্ছেন। অপরদিকে কামিল (মাস্টার্স)শ্রেণির শিক্ষকরাও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স-মাস্টার্স শিক্ষকরা এনটিআরসিএ সনদধারী হয়েও জনবল ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না। যা চরম বৈষম্য এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।’

‘বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ’ এর সাধারণ সম্পাদক এম মিলটন মণ্ডল বলেন, ‘নীতিমালা সংশোধন করে, অথবা বিশেষ ব্যবস্থাতেই হোক না কেন, আমাদের এমপিওভুক্তি করতে হবে। ২৯ বছর ধরে এই স্তরে বেতন-ভাতা চালু হয়নি। অথচ মাদ্রাসার কামিল স্তরের শিক্ষকরা বেতন-ভাতার সরকারি অংশ পাচ্ছেন। তাই সর্টকোর্স চালু করে হোক, অথবা অন্য কোনোভাবে হোক, সাড়ে পাঁচ হাজার শিক্ষককে মানবেতর জীবন থেকে মুক্তি দিতে হবে। দীর্ঘ ২৯ বছরের গ্লানি থেকে শিক্ষকরা মুক্তি চান।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী