X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শুধুই কি বেসরকারি কলেজ দেখভাল করবে জাতীয় বিশ্ববিদ্যালয়?

এস এম আববাস
১৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪

অনার্স-মাস্টার্স স্তরের সরকারি কলেজগুলোকে অধিভুক্ত করে ব্যবস্থাপনা ও অ্যাকাডেমিক মনিটরিংয়ের দায়িত্ব পালন করতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিয়েছে সরকার। অপরদিকে অনার্স-মাস্টার্স স্তরের বেসরকারি কলেজগুলোর ব্যবস্থাপনা ও অ্যাকাডেমিক মনিটরিংয়ের ব্যবস্থা অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনে আইন সংশোধন করারও উদ্যোগ নেবে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, এই ব্যবস্থা নিতে উপাচার্যদের সম্প্রতি অনুরোধ জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় পরিষদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত নির্দেশনা তুলে ধরে উপাচার্যদের কাছে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

বৈঠক সূত্রে জানা গেছে, মহিবুল হাসান চৌধুরী বৈঠকে উপাচার্যদের আহ্বান জানিয়ে বলেছেন, যেসব জেলায় সরকারি কলেজ আছে, তাদের অ্যাকাডেমিক মনিটরিংয়ের কাজটা করবে সেই জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়। মন্ত্রী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে এটি নিয়ে আগেও আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ২০১৪ সালের একটি নির্দেশনা আছে। বৈঠকে উপাচার্যদের উদ্দেশে মহিবুল হাসান চৌধুরী বলেন, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ‘আমাদের একটি নির্দেশনা ছিল—নতুন নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে, সেগুলো কেন শুরুতেই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো করাচ্ছে।’ সেই জেলায় ইতোমধ্যে সরকারি কলেজ থাকতে পারে বা আছে, তাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো মনিটরিং করুক ওই জেলার বিশ্ববিদ্যালয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুরোধ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এতে আইন সংশোধন করার প্রয়োজন হলে তা করবে সরকার।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি জেলা পঞ্চগড়, সেখানে একটি সরকারি কলেজ নেই, সেখানে বেসরকারি কলেজে আমরা অনার্স-মাস্টার্স করাচ্ছি। সেগুলো মনিটরিংয়ের কাজ দিয়েই জাতীয় বিশ্ববিদ্যালয় কাজ শুরু করুক।’

এসব বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের স্পষ্ট নির্দেশনা এখনও আসেনি। সরকারের এক ধরনের পরিকল্পনার কথা শিক্ষামন্ত্রী বলেছেন এবং প্রধানমন্ত্রীর কথাও বলেছেন। আমিও বিষয়টি জানতাম। এটা অনেক আগের পরিকল্পনা। যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাতটি সরকারি কলেজকে অধিভুক্ত করে দেওয়া হয়েছে। তবে কোন ফর্মে (পদ্ধতিতে) হবে তা এখনও সুনির্দিষ্ট হয়নি। শুধু সরকারিগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাবে, নাকি সরকারি-বেসরকারি মিলিয়ে যাবে? একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাঠামো কী হবে?’

অধ্যাপক মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কি শুধু বেসরকারি কলেজগুলো মনিটরিং করবে? নাকি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানে রূপ নেবে? পৃথিবীর অন্যান্য দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি যেমন আছে, নাকি সেরকম হবে? এগুলো আলাপ-আলোচনা করে করতে হবে। কারণ, সব বিশ্ববিদ্যালয়ই সরকারের।’

২০১০ সালের শিক্ষানীতির কথা উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘যদি এমনটি হয় তাহলে শিক্ষানীতিতে আছে ডিসেন্ট্রালাইজেশনের কথা। দেশের সব কলেজ (অনার্স-মাস্টার্স কলেজ) ডিস্ট্রিবিউট হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। শিক্ষানীতির ওই পলিসি থেকে সরকার বেরিয়ে এসে যদি মনে করে—ডিসেন্ট্রালাইজেশন না করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরকারি কলেজগুলো ভাগ করে দেবে, বা অন্যান্য কলেজও ভাগ করে দেওয়া হবে— তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির কাঠামো কী হবে? উচ্চশিক্ষা গবেষণা, আরও অনার্স-মাস্টার্স কোর্স চালু করবে কিনা? এটি একটি চলমান প্রক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাতটি কলেজ গেছে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরকারি কিছু কলেজ যাবে, এভাবেও হয়তো হতে পারে। এসব বিষয় বসে আলোচনা করে করতে হবে। আমরা প্রধানমন্ত্রীর অনুশাসনকে স্বাগত জানাই। এসব পূর্ণাঙ্গভাবে করতে হলে আইন সংশোধন করতে হবে। আমরা আশা করবো, পূর্ণাঙ্গ পরিকল্পনা সরকারের কাছ থেকে পাবো।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষামন্ত্রী সরকারি কলেজগুলোকে মনিটরিংয়ের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তাব করেছেন। এ নিয়ম আগেও ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন হওয়ার পর থেকে সরাসরি তারাই করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়কে এ দায়িত্ব পালন করতে হলে বিধি সংশোধন করতে হবে।’

দেশে বর্তমানে পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। এর মধ্যে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে পাঁচটি। পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার সাতটি সরকারি কলেজ অধিভুক্ত করে ব্যবস্থাপনা ও কলেজগুলোর অ্যাকাডেমিক মনিটরিংয়ের দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণাঙ্গভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জাতীয় শিক্ষানীতির সংশ্লিষ্ট অংশ পরিবর্তন করতে হবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইন, অথবা বিধি সংশোধন করার প্রয়োজন পড়বে।

শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘জাতীয় শিক্ষানীতিতে বিকেন্দ্রীকরণের কথা বলা আছে। কিন্তু বিকেন্দ্রীকরণ করতে গেলে কাউকে বাইরে রেখে, আবার কাউকে ভেতরে রেখে করতে গেলে হয় না। সবচেয়ে বড় কথা হলো—যাদের কাছে দায়িত্ব দেওয়া হবে, তাদের তো প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকতে হবে। এটা খুব ভালো মনে করি, কিন্তু সেটার সঙ্গে যারা দায়িত্ব পালন করবেন, তাদের তো প্রাতিষ্ঠানিক সঙ্গতি, সক্ষমতা থাকতে হবে। তা না হলে তো আবার প্রশ্নবিদ্ধ হবে। এছাড়া আইনের সঙ্গে সমন্বয় করে করতে হবে। ’ 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের সরকারি কলেজগুলোর অ্যাকাডেমিক মনিটরিংয়ের দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোকে দিতে হলে শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে। কলেজগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখভাল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাত কলেজ রয়েছে, সেটা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হয়েছে। চিঠি দিলে জেলার বিশ্ববিদ্যালয়ও কলেজগুলোর মনিটরিংয়ের দায়িত্ব নেবে।’

এ বিষয়ে আইনগত কোনও সমস্যা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সাতটি কলেজে যে প্রেক্ষাপটে গেছে, তাতে যদি সমস্যা না হয়, তাহলে অন্য ক্ষেত্রেও সমস্যা হবে না।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা খাতে বাজেটের যথাযথ ব্যবহারের ওপর জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ