X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ধস আতঙ্কে জাবি শিক্ষক-শিক্ষার্থীরা

সোয়াইব রহমান সজীব, জাবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ০৯:৩৪আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৯:৩৪

আল বেরুনী হল দেয়ালের ভেতরে-বাইরে সারি সারি ফাটল। কোনও কোনও ফাটল ১০-১২ ফুট লম্বা। ফাটলের ওপরের অংশ থেকে সরে গেছে নিচের অংশ। কোথাও আবার দুই দেয়ালের ফাটল এসে মিশেছে এক বিন্দুতে। নিজের জায়গা থেকে সরে গেছে পিলারও। শঙ্কা, কখন যেন ধসে পড়ে!
এই চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল-বেরুনী হলের সম্প্রসারিত ভবনের। গত ৪ জানুয়ারির ৬.৭ মাত্রার ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই আবাসিক হলটি। ওই ভূমিকম্পে ফাটল দেখা দেয় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের উত্তর ব্লক (পদ্মা হাউস) ও শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দীন হলের যৌথ শিক্ষক কোয়ার্টারেও (ডি ৪১-৪৫)। তবে আল-বেরুনী হল সম্প্রসারিত ভবনের অবস্থা সবচেয়ে বেশি নাজুক।
ভূমিকম্পের দিন এসব ভবন পরিদর্শনের পর উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার আড়াই মাস পার হলেও এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে জীবনের শঙ্কা নিয়েই দিন পার করছেন ভবন তিনটিতে বসবাসরত শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ভবনগুলোর ফাটল অতিরিক্ত হওয়ায় সংস্কার কিংবা পরিত্যক্ত ঘোষণার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের আওতার বাইরে চলে যায়। প্রকৌশল কার্যালয় ভবন তিনটিকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ উপদেষ্টা প্রকৌশল সংস্থা শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসকে দেখানোর পরামর্শ দেয়। সংস্থাটির পরিদর্শন ফি বাবদ প্রয়োজনীয় অর্থ চেয়ে ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ে ফাইল পাঠায় প্রকৌশল কার্যালয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংস্কার খাতে প্রয়োজনীয় অর্থ না থাকায় এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে ফাইল ফেরত পাঠায় পরিকল্পনা ও উন্নয়ন অফিস।

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী