X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

এক মঞ্চে দুই কিংবদন্তি

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১১:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৪:০২

রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা। দেশীয় সংগীতের দুই কিংবদন্তি। নিয়মিত প্লেব্যাকের পাশাপাশি দু’জনেই এখনও দেশ-বিদেশের স্টেজ শো’তে দর্শক মাতিয়ে যাচ্ছেন আপন গানে। যদিও দু’জনকে এক মঞ্চে সচরাচর পাওয়া যায় না।
দেশের বাইরের কোনও মঞ্চে মাত্র একবারই দেখা মিলেছে তাদের। সেও অনেক আগে কাতারে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে। সেই মঞ্চে আরও অনেকের সঙ্গে গান করেছিলেন সাবিনা-রুনা। তবে এবার শুধু এ দুই শিল্পীকে নিয়ে নিউ ইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটরিয়ামে আয়োজন করা হয়েছে একটি বিশেষ কনসার্ট।
‘রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন লাইভ ইন কনসার্ট উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের এ আয়োজন হবে ১৫ মে। নিজেদের পছন্দের গানের পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানগুলোও গেয়ে শোনাবেন দু’জন। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমাদের দু’জনকে নিয়ে দেশের বাইরে এ ধরনের আয়োজন এটাই প্রথম। আশা করি, আমাদের গান সবাই উপভোগ করবেন।’
কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান শো-টাইম মিউজিক। কনসার্টের দু-এক দিন আগেই একদল যন্ত্রশিল্পী নিয়ে যুক্তরাষ্ট্রে  পৌঁছাবেন সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু