X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভিডিওগ্রাফার কণা!

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৮:২৪আপডেট : ০১ জুন ২০১৬, ১৩:২১

দিলশাদ নাহার কণা। ছবি: সাজ্জাদ হোসেন। কণা ভালো নাচতে জানেন- এ তথ্যটা অনেকের জানা। আর তিনি জানালেন, নাচ দেখতেও পছন্দ করেন। তাও আবার যেনতেন নাচ নয়। সত্যিকারের অভিব্যক্তির নাচ!
কণার সংগ্রহে আছে ‘লাইভ’ এমন কিছু নাচের সংগ্রহ।
বিষয়টি নিয়ে বললেন, ‘কনসার্টে যখন আমার গানে দর্শকরা নাচে, তখন বেশ ভালো লাগে। লক্ষ করেছি, এ নাচগুলো আসলে কোনও নিময়ে বাঁধা যায় না। মনের আনন্দে নাচা। আমি সঙ্গে সঙ্গেই ভিডিও করে নিই সেসব নাচ।’
তিনি আরও যোগ করে বলেন, ‘এগুলো আসলে আমার গানের প্রতি তাদের ভালো লাগা ও ভালোবাসা থেকে তারা করে থাকেন। তাই তাদের তো অসম্মানিত হতে দিতে পরি না। এ কারণে ভিডিওগুলো শুধু আমার জন্যই সংগ্রহ করি। অবসরে বসে বসে এগুলো দেখা হয়। বেশ ভালো লাগে তখন।’
এবার ফেরা যাক ভার্সেটাইল সংগীতশিল্পী কণার গানের খবরে। তার শেষ অ্যালবাম ‘সিম্পলি কণা’। প্রকাশ পেয়েছিল ২০১১ সালে। এরপর নতুন গানে-ভিডিওতে পাওয়া গেলেও একক অ্যালবামে পাওয়া যায়নি তাকে। কারণ, মাঝের পাঁচ বছর তিনি শতভাগ মন বসিয়েছিলেন মিউজিক ভিডিওতে।
‘সিম্পলি কণা’ অ্যালবামের পূর্ণাঙ্গ ভিডিও এবং সর্বশেষ ‘রেশমি চুড়ি’ সিঙ্গেল দিয়ে ভালোই মাত করেছেন তিনি।
হুম, মাঝে দম নিয়ে এর মধ্যেই আবার হাঁটা শুরু করেছেন কণা। শুরু করেছেন দীর্ঘ ক্যারিয়ারের চতুর্থ অ্যালবামের রেকর্ডিং। সূত্র বলছে, সিএমভি’র ব্যানারে তৈরি বড় বাজেটের এই অ্যালবামের জন্য গান বাঁধছেন বাপ্পা মজুমদার, প্রীতম হাসানসহ আরও কেউ কেউ। যদিও কণা এখনই অ্যালবাম তৈরির সব তথ্য ফাঁস করতে চাইছেন না।
শুধু এটুকু নিশ্চিয়তা দিলেন, ‘এই ঈদেই আমার নতুন একক প্রকাশ পাচ্ছে। সঙ্গে ভিডিও চমকও থাকবে। সেসব নিয়ে এখন খুব ব্যস্ত সময় পার করছি।’
কণা বর্তমানে একক অ্যালবাম রেকর্ডিং ছাড়াও নিয়মিত অংশ নিচ্ছেন দেশ-বিদেশের স্টেজ শোতে। গাইছেন প্লেব্যাক, জিজ্ঞেলও। বাদ যাচ্ছে না বিজ্ঞাপনের ভয়েস ওভারের কাজও।
বললেন, ‘সবার দোয়ায় দম ফেলারও ফুসরত নেই এখন। সকাল-সন্ধ্যা গাইছি। আমার মনে হয় গান বাজারে আবারও সুদিন ফিরেছে। প্রচুর গান তৈরি হচ্ছে। সবাই ব্যস্ত। এমনটাই তো চেয়েছি সব সময়। থ্যাংক গড।’
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’