X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গান ও কবিতার মেলবন্ধন

বিনোদন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ১২:১৭আপডেট : ০৪ জুন ২০১৬, ১৩:৩৫

গান ও কবিতার মেলবন্ধন।রবি ঠাকুরের আটটি কবিতা ও আটটি সুফি গান- এগুলোর সম্মিলন যে কতটা নান্দনিক হতে পারে তা দেখা গেল শুক্রবার। আর এটি পাওয়া গেল কলকাতার সাংস্কৃতিক দল শ্রুতিবৃত্ত'র মাধ্যমে।

এদিন সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র মিলনায়তনে আয়োজন করা হয়েছিল কবিতা আর গানের মেলবন্ধন। বাংলাদেশ ভারতের তিনটি সংগঠনের দুটি পরিবেশনায় এ আয়োজন করা হয়। এতে‘টেগোর ইন সুফিয়ানা’ নামে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পাশাপাশি সুফি গানগুলো পরিবেশন করেন কলকাতার দলটি। এরমধ্যে ছিল আমির খসরু, জালালউদ্দিন রুমি, নিজামউদ্দিন আউলিয়া, বুল্লে শাহের সুফিসংগীত।

এ পর্বে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন শুভদ্বীপ চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন সমবুদ্ধ চট্টোপাধ্যায়। এছাড়া সেতারে ছিলেন দ্বীপশংকর ভট্টাচার্য্য এবং তবলায় নবারুণ কুমার দত্ত।

কলকাতার দলের আগে ছিল আয়োজক জলতরঙ্গ ও আবৃত্তি সংঘের পরিবেশনা ‘গীতাঞ্জলি: সং অফারিংস’।

গান ও কবিতার মেলবন্ধন।মূলত তাদের পরিবেশনার মাধ্যমেই অনুষ্ঠানের শুরু। এতে কবিগুরু গান ও ভাবনা তুলে ধরেন শিল্পীরা।

আয়োজক প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন জানালেন, রবীন্দ্রসংগীতের প্রসারে প্রায় দেড় বছর ধরে জলতরঙ্গ এ ধরনের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবারের এ আয়োজন।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...