X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বলিউডে মীরাক্কেলের মীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুলাই ২০১৬, ১৫:০৯আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:৪৯

মীর আফসার আলি। ছবি- সাজ্জাদ হোসেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’-এ উপস্থাপনা করে বাঙালি ও বাংলাদেশি দর্শকদের মন জয় করে এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন কলকাতার উপস্থাপক মীর আফসার আলি।
`ডিএনএ মে গান্ধিজি’ নামক চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে একটি বিজ্ঞাপনি সংস্থার বাঙালি মালিক প্রফুল্ল তরফদারের চরিত্রে অভিনয় করবেন। 
টাইমস অব ইন্ডিয়াকে বলিউডের ছবিতে অভিনয়ের কথা নিশ্চিত করেছেন মীর। বলিউডে অভিষেকের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের চিরাচরিত ভঙ্গিতেই কথা বলেন তিনি। বলেন, `১৯৮০-র দশকে বাংলা চলচ্চিত্রের কোনও অভিনেতা বলিউডে অভিনয় করলে তার নামের শেষে বন্ধনীতে বোম্বে লেখা হতো। যদি বিজয়া পণ্ডিত বাঙালি অভিনেতা হয়ে বলিউডে অভিনয় করতেন তাহলে তার নামের শেষে খেলা হতো বোম্ব। এটা আমাকে খুব আকৃষ্ট করতো। তাই যখন প্রথমবারে মতো বলিউডের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর আমার মাথায় এসেছে, আমাকে নামের শেষে বোম্বে যুক্ত করতে হবে। আমার বিজনেস কার্ডেও এটা থাকবে।’
‘ডিএনএ মে গান্ধিজি’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন সন্দ্বীপ নাথ। মুম্বাইয়ে সন্দ্বীপ গীতিকার হিসেবেই পরিচিত। সন্দ্বীপ সম্পর্কে মির বলেন, ‘‘সন্দ্বীপ মুম্বাইয়ে বেশ পরিচিত একজন গীতিকার। তার গান ‘সুন রাহা হে না তু’ ব্যাপক সাফল্য পেয়েছেন। মুম্বাই থেকে কলকাতা এসে আমাকে রাজি করান তিনি। এটা আমার জন্য খুব আনন্দের। প্রিন্ট কপি সঙ্গে না থাকলেও তিনি আমাকে পুরো চিত্রনাট্যের ঘটনা বর্ণনা করেছেন। এটা আমাকে রাজি হতে সহযোগিতা করেছে।’’
ছবির কাহিনি কথা জানিয়ে মীর বলেন, ‘ছবিটি একটি রাজনৈতিক স্যাটায়ার। যাতে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কৌতুক করা হয়েছে। পাশাপাশি সবাই নিজের স্বার্থ আদায় করতে কেমন মরিয়া তাও দেখানো হবে।’
২২ জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হবে মুম্বাই ও দিল্লিতে। মীর ছাড়াও ছবিতে অভিনয় করবেন ‘পেয়ার কা পাঞ্চনামা’র অভিনেতা রায়ো এস বাখিরতা, জ্যোতি শেঠি, রাজেশ শর্মা, সঞ্জয় মিশরা, মনোজ বাকশিসহ আরও কয়েকজন।

তবে চলচ্চিত্রে অভিনয় মীরের জন্য এটাই প্রথম নয়। কলকাতার আলোচিত ছবি ‘ভূতের ভবিষ্যত’সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন এ শিল্পী।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র