X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নওশীন আবার...

বিনোদন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ০৮:০১আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৩:৫১

নওশীন রেডিওতে আরজে পরিচয়েই পরিচিতি পেয়েছেন নওশীন। মাঝে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ‘মাঝে’ শব্দটি বলার কারণ, আবারও রেডিওতে ফিরেছেন এ তারকা।
‘রেডিও আম্বার’ (১০২.৪) নামের নতুন এফএম স্টেশন আসছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। নওশীন প্রতিষ্ঠানটির অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আরজে হিসেবেও তাকে পাওয়া যাবে।
নরশীন জানান, দেশের প্রথম ক্লাসিফাইড এফএম রেডিও স্টেশন এটি। এতে বাংলা গানকে প্রাধান্য দেওয়া হবে।
তাই এতে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম ও আবিদা সুলতানা। প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন তারা।
বিষয়টি নিয়ে রবিবার রেডিও আম্বারের অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ তিন সংগীত ব্যক্তিত্বের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রেডিও আম্বারের সিইও আমিনুল হাকিম, পরিচালক (মার্কেটিং) মো. আক্তারুজ্জামান ও পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরিন। রেডিও স্টেশনে সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম ও আবিদা সুলতানা

নওশীন বলেন, ‘চল্লিশোর্ধ শ্রোতাদের রুচি বিবেচনা করে আমরা অনুষ্ঠানগুলো সাজিয়েছি। সবসময় কেবল বাংলা গানই পরিবেশন করবো আমরা। এক্ষেত্রে ৬০ দশক থেকে ৯০ দশকের হারিয়ে যাওয়া জনপ্রিয় গানগুলোকে বেশি প্রাধান্য দেয়া হবে। পাশাপাশি এ প্রজন্মের শ্রোতাদেরকেও শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।’

জানা যায়, ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে রেডিও আম্বার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!