X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

হানিফ সংকেতের ‘সন্দেহে মনদাহ’

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৭

নাটকের তিন মুখ দীপা, সাব্বির ও পূর্ণিমা।জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত গত দেড় যুগ ধরেই বছরে দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করে আসছেন। এবং সেটি শুধুমাত্র এটিএন বাংলার জন্য। সেই ধারাবাহিকতায় এবারও তিনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক। তার এবারের নাটকের নাম ‘সন্দেহে মনদাহ’।

সদ্য বিবাহিত একটি দম্পতি সোমা ও মিলনকে ঘিরে গড়ে উঠেছে এবারের নাটকের কাহিনি। সোমার স্বামী মিলন অত্যন্ত খুঁতখুঁতে এবং সন্দেহ বাতিকগ্রস্থ একজন মানুষ। যে কারণে সে সবকিছুতেই সোমাকে সন্দেহ করেন। আর তাদের দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে পরিবারের অন্য সদস্যরাও। স্বামীর এই সন্দেহের কারণে বাড়ে স্ত্রীর অন্তরজ্বালা এবং এ নিয়ে সংসারে ঘটতে থাকে নানান ঘটনা। আর এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘সন্দেহে মনদাহ’ নাটকের গল্প।
নাটকটিতে সোমার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং মিলনের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, আব্দুল কাদের, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, দীপা খন্দকার, স্বাগতা, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলামসহ আরও অনেকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে ঈদের দিন ১৩ সেপ্টেম্বর রাত ৮টা ৫০ মিনিটে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী