X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
ঈদের গান

ছয়টি বিশেষ মিউজিক ভিডিও (পর্ব- তিন)

বিনোদন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ০৮:০০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ০৮:০০

ঈদের মিউজিক ভিডিও পর্বা-৩। বাঁ থেকে- কণা, শফিক তুহিন, তাহসান, পূজা ও ইমরান অন্তর্জালে মজেছেন সংগীতশিল্পীরা। এতে তাদের সঙ্গী দর্শক-শ্রোতারা! এবারের ঈদের পর্যবেক্ষণ এমনটা বললে খুব একটা বেসুরো লাগবে না। ঈদ উপলক্ষে এরইমধ্যে প্রকাশ হয়েছে বেশ কিছু গান, যা ভিডিও শেয়ারিংয়ের সাইটে বেশ আলোড়ন তুলেছে। এছাড়াও প্রকাশিত অ্যালবাম থেকে শিল্পীরা দু’একটি গান ভিডিও আকারে প্রকাশ করেছেন। ঈদ উপলক্ষে প্রকাশিত ভিডিও নিয়ে আমাদের এ ধারাবাহিক আয়োজন। আজ থাকছে তৃতীয় পর্ব-

আমাদের গল্প: এটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। সঙ্গে আছেন শাওন। গানটির কথা লিখেছেন তুষার হাসান এবং সুর করেছেন শাওন। ইটিউনসের প্রযোজনায় এটি নির্মাণ করেছে প্রেক্ষাগৃহ।


তোকে ছাড়া: শফিক তুহিনের কণ্ঠের এ গানটির সুর ও কথা লিখেছেন রাব্বি আরবি। সংগীত করেছেন রেজওয়ার শেখ। প্রকাশ করেছে ঈগল মিউজিক।
 

নিশি রাতে চান্দের আলো: ইমরানের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর এবং সংগীত ইমরানের। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন খালেদা আক্তার কল্পনা, আশফাক ও সায়রা। গানটি গত ভালোবাসা দিবসে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হওয়া ‘মন কারিগর’ অ্যালবামে ছিল।

 

যদি কান্না কান্না লাগে: লুৎফর হাসানের কথা, সুর ও গায়কির এ গানটির মিউজি করেছেন আমজাদ হোসেন। ভিডিওটি পরিচালনা করেচেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে গানচিল।

 

অবুঝ পাখি: সংগীতশিল্পী বেলাল খান এবং বাঁধন সরকার পূজার নতুন গানের ভিডিও এটি।

গানটি যৌথভাবে লিখেছেন বেলাল-পূজা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর করেছেন বেলাল নিজেই। শাহরিয়ার পলকের পরিচালনায় এতে মডেল হয়েছেন নওশাবা,অন্তুসহ অনেকেই।

প্রথম ভালোবেসে: তাহসানের কণ্ঠের এ গানটির সুর সংগীত করেছেন প্রীতম হাসান। লিখেছেন রাকিব হাসান।

এটি প্রকাশ করেছে সিএমভি।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র