X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শিকাগোতে 'মাটির প্রজার দেশে'

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ০৮:০২আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৩:৫০

`মাটির প্রজার দেশে` হিন্দি, সিংহলি, মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি, ইংলিশসহ বিভিন্ন ভাষায় নির্মিত ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় থাকছে বাংলা ছবি 'মাটির প্রজার দেশে'।

সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এবার শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়বে বিজন পরিচালিত বাংলাদেশের এ ছবিটি।
বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণকারী দেশগুলো হলো- ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৫ অক্টোবর (আজ) থেকে শুরু হচ্ছে এই উৎসব, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এটি শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম আসর। 

উৎসবের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে- 'মাসান', 'আলিগর', 'আইল্যান্ড সিটি', 'দি টাইগার হান্টার', 'কাশ', 'ওয়েটিং', 'বুদ্ধিয়া সিং : বর্ণ টু রান', 'মাটির প্রজার দেশে' ইত্যাদি। ৯ অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে 'মাটির প্রজার দেশে'। এতে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য, শিউলি আক্তার, মনির আহমেদ শাকিল, চিন্ময়ী গুপ্তা, জয়ন্ত চট্টোপাধ্যায় ও রোকেয়া প্রাচী।

পরিচালক বিজন জানিয়েছেন, আসছে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 'মাটির প্রজার দেশে' প্রথমবারের মতো বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন। পরবর্তীকালে সিনেমা হলেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী