X
বুধবার, ১৯ জুন ২০২৪
৪ আষাঢ় ১৪৩১

আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী

বিনোদন ডেস্ক
১৮ মে ২০২৪, ১৩:৩০আপডেট : ১৮ মে ২০২৪, ১৭:১৫

এভাবে, এতো খোলাখুলি আগে কখনও বলেননি। যদিও জাহ্নবী কাপুরের প্রেমগল্প প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে গেছে বলিউড পাড়ায়। তিনি নিজেও সোশ্যাল হ্যান্ডেলে একাধিকবার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সরাসরি বিষয়টি নিয়ে কখনও কথা বলেননি। এবার আর রাখঢাক রাখলেন না জাহ্নবী। প্রিয় মানুষটিকে নিয়ে তার অনুভূতি কেমন, সাফ জানিয়ে দিলেন।

তার আগে বলে নেওয়া দরকার, জাহ্নবীর প্রেমিকের নাম শিখর পাহাড়িয়া। কৈশোর থেকেই তাদের মধ্যে সম্পর্ক। মাঝে সহ-অভিনেতার সঙ্গে জড়িয়েছিল জাহ্নবীর নাম। তবে শেষমেশ শিখরের কাছেই ফিরেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখর সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে জাহ্নবী বলেন, ‘আমার যখন ১৫-১৬ বছর বয়স, তখন থেকে ও আমার জীবনে রয়েছে। আমার স্বপ্নগুলোকে ও নিজের করে নিয়েছে। আবার ওর স্বপ্নগুলোও আমি আপন করে নিয়েছি। আমরা একে-অপরের খুব কাছের। আমরা একে অপরের সাপোর্ট সিস্টেমের মতো; যেন একজন আরেকজনকে বড় করে তুলছি।’

কৈশোরে শিখর ও জাহ্নবী এর আগে করন জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করন’-এ শিখরের নাম উল্লেখ করেছিলেন জাহ্নবী। এছাড়া প্রায়শই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে শিখরের সঙ্গে দেখা যায় তাকে। শুধু তাই নয়, গেলো বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য চালাচালিতে শিখর পাহাড়িয়ার উদ্দেশে জাহ্নবী বলেছিলেন, ‘আমি পুরোটাই তোমার’। সেটা দেখেই তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হয় নেটিজেনরা।

এদিকে জাহ্নবী বর্তমানে ব্যস্ত আছেন নতুন ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচারণায়। এটি আগামী ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে। স্মরণ শর্মা নির্মিত ছবিটিতে তার সঙ্গে আছেন রাজকুমার রাও।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআই/
সম্পর্কিত
দেশের পর্দায় মুক্তি পেলো জাহ্নবী-রাজকুমারের ছবিটি
দেশের পর্দায় মুক্তি পেলো জাহ্নবী-রাজকুমারের ছবিটি
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
মায়ের মৃত্যুর পর ধর্মে আস্থা বেড়ে গেছে: জাহ্নবী
আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি হাসান
আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রুতি হাসান
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঈদের তৃতীয় দিনে ৩১টি নাটকও টেলিছবি
ঈদের তৃতীয় দিনে ৩১টি নাটকও টেলিছবি
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
এসেছে অভিনেতা বাবুর নতুন গান
জমিয়ে দিলেন মারজুক রাসেল-আলী হাসান
জমিয়ে দিলেন মারজুক রাসেল-আলী হাসান
থমথমে ‘তুফান’, অন্তর্জালে ‘দরদ’ মুগ্ধতা
থমথমে ‘তুফান’, অন্তর্জালে ‘দরদ’ মুগ্ধতা
চীনে চাঁদরাতে ওয়ার্ল্ড প্রিমিয়ার, ঈদের সকালে মুকুট!
চীনে চাঁদরাতে ওয়ার্ল্ড প্রিমিয়ার, ঈদের সকালে মুকুট!