X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কাটা আঙুলে ব্যান্ডেজ নিয়ে কাজে লোহান

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০১৬, ০০:০১আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ০০:০১

তুরস্কে নৌ দুর্ঘটনায় হাতের একটি আঙুল ‘প্রায় পুরোপুরি’ হারিয়ে ফেলা হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান আবারও তার জনহিতৈষী কর্মকাণ্ডে ফিরেছেন।
সিরিয়ার শরণার্থীদের সহায়তা করার জন্য গত মঙ্গলবার তিনি তুরস্কে ফিরেছেন। বিনোদনমূলক সংবাদ ওয়েবসাইট থার্টি মাইল জোন (টিএমজেড) খবরটি নিশ্চিত করেছে। এরইমধ্যে হাতে ব্যান্ডেজ বাঁধা লিন্ডসের ছবিও প্রকাশ হয়েছে। 

মাত্র ক’দিন আগেই নিজে নিজে নৌকা চালানো এবং নোঙর ফেলার চেষ্টা করার সময় আহত হন ৩০ বছর বয়সী লিন্ডসে। এতে তার আঙুলের অর্ধেক কেটে পড়ে গিয়েছিল। পরে বিচ্ছিন্ন যাওয়া অংশটি সার্জারির মাধ্যমে জোড়া দেন চিকিৎসকরা। সেসময় লিন্ডসে স্ন্যাপচ্যাটে একটি পোস্টে লিখেছিলেন, ‘নিজে নিজে নোঙর ফেলতে চাওয়ার ফলাফল এটি। বেচারা আঙুল। আমি প্রায় পুরো আঙুল হারিয়ে ফেলেছিলাম। ভালো কথা, আমার আঙ্গুলের অর্ধেকটাই নাই হয়ে গিয়েছিল। সৌভাগ্য যে আঙুলের অংশটি আমরা খুঁজে পেয়েছিলাম। এটা জোড়া দিতে আমার সার্জারি করতে হলো। ভয়াবহ ব্যথা।’   

মঙ্গলবার হাতে ব্যান্ডেজ নিয়েই তুরস্কের সুলতানবেজলি এলাকায় যান লিন্ডসে। সেখানে স্থানীয় মেয়রের সঙ্গে দেখা করেন তিনি। একটি পরিবারকে নতুন বাড়িতে উঠতেও সহায়তা করেন লিন্ডসে।
সূত্র: এনডিটিভি

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু