X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ফেসবুক লাইভে পালন হলো অমিতাভের জন্মদিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ১২:২৩আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৫:৩৫

অমিতাভ বচ্চন জীবনের আরেকটি বর্ণাঢ্য বছর পার করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। মঙ্গলবার (১১ অক্টোবর) ৭৪ বছর পূর্ণ হলো তার বয়স। প্রতিবারের মতো এবারও পরিবার আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দিনটি কাটাচ্ছেন অমিতাভ। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান ও ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় পর্বের মধ্য দিয়ে মঙ্গলবারের দিনটি শুরু করেন অমিতাভ। প্রতি বছরের মতো এবারও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কিছু মূল্যবান সময় কাটানোর জন্য জুহুর বাসভবনের সামনে বের হয়ে আসেন এ বলিউড সুপারস্টার। 

মিডিয়া ও ভক্তদের সঙ্গে অমিতাভের সেই আলাপচারিতা ফেসবুক লাইভে প্রচার করেছে টাইমস অব ইন্ডিয়া।
বরাবরের মতোই বেশ রসিকতার ঢংয়েই দেখা গেছে সিনিয়র বচ্চনকে। ভক্তদের সঙ্গে কথা বলতে বলতেই অমিতাভ জানান, তার নাতনি আরাধ্য বাড়ির ভেতর তখনও ঘুমোচ্ছে। তবে আরাধ্য যে মাঝরাতেই দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রেখেছে তা বলতে ভুলেননি অমিতাভ। 

অমিতাভ বচ্চনের পুরো নাম অমিতাভ হরিবংশ বচ্চন। ১৯৪২ সালের ১১ অক্টোবর এলাহাবাদে জন্ম তার। জনপ্রিয় এ ভারতীয় চলচিত্র অভিনেতা বিগ বি এবং শাহেনশাহ নামেও পরিচিত। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক এবং ১৯৮৪ থেকে ১৯৮৭ পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দেখা গেছে। অমিতাভ, বিভিন্ন চরিত্রে


সূত্র: টাইমস অব ইন্ডিয়া, উইকিপিডিয়া

 

/এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!