X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

একই নাটকে মা ও মেয়ের চরিত্রে

বিনোদন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ০০:২৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৩:৪৯

ঈশানা। একই নাটকে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ঈশানা। যেমনটা আর করা হয়নি তার। তাও আবার বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে। এই অভিনেতার সঙ্গে এটাই তার প্রথম কাজ।

তাই স্বাভাবিক, ‘রাত্রির ছায়া’ নামের এই নাটকটি তার কাছে বিশেষ কিছু। সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি পরিচালনা করেছেন অনন্ত হিরা। ঈশানা জানান, নাটকটিতে তাকে প্রথমে তারিক আনাম খানের স্ত্রী এবং পরে মেয়ের চরিত্রে দেখা যাবে।
ঈশানা বলেন, ‌‘এটা আমার জন্য অনেক বড় একটা কাজ। বেশ আনন্দ পেয়েছি অভিনয় করে। প্রথমে খুব ভয়ের মধ্যে ছিলাম বড় মাপের অভিনেতার সঙ্গে দুটি চরিত্রে কাজ করতে গিয়ে। বিশেষ করে তার স্ত্রীর চরিত্রেও অভিনয় করতে হয়েছে আমাকে। আমি সত্যিই মুগ্ধ।’
এদিকে এ নাটক ছাড়াও সম্প্রতি ‘স্বপ্ন ভ্রমর’ ও ‘ড্রিম অব লাইফ’ নামের দুটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন ঈশানা। পাশাপাশি ধারাবাহিক নাটকেও সরব এ মডেল-অভিনেত্রী। বর্তমানে ঈশানা অভিনীত ‘তুমি আসবে বলে’, ‘খেলাঘর’, ‘শান্তি অধিদপ্তর’সহ আরও কিছু ধারাবাহিক প্রচার চলছে বিভিন্ন টিভি চ্যানেলে।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র