X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বাসায় ফিরেছেন আলম খান, সুরে ফিরছেন সৈয়দ হকের কথায়

সুধাময় সরকার
১৪ অক্টোবর ২০১৬, ১৪:০৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৮:৪২

আলম খান ও সৈয়দ শামসুল হক। টানা ১৯ দিন পর কাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কিংবদন্তি সংগীত পরিচালক আলম খান। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন তিনি বেশ সুস্থ। আজ-কালকের মধ্যেই তিনি মন বসাবেন নতুন গান তৈরির কাজে এবং সেটি সৈয়দ শামসুল হকের কথায় এন্ড্রু কিশোরের জন্য!

শুক্রবার সকালে বাংলা ট্রিবিউনকে এমনটাই জানালেন খানপুত্র আরমান।   
জীবদ্দশায় সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হক চলচ্চিত্রের জন্য দুই শতাধিক গান রচনা করেছেন। তার মধ্যে আজও শ্রোতাদের কাছে অন্যতম হয়ে আছে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানটি। ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রের জন্য কিংবদন্তি সংগীত পরিচালক আলম খানের সুর-সংগীতে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। গানের এই তিন কিংবদন্তি কয়েক যুগ পেরিয়ে আবারও ফিরছেন একসঙ্গে। কারণ, মৃত্যুর কয়েকদিন আগে সৈয়দ হক চারটি লিরিক দিয়ে গেছেন আলম খান ও এন্ড্রু কিশোরের কাছে।
এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘‘হক ভাই চলে যাওয়ার ক’দিন আগে আমি হাসপাতালে গিয়েছিলাম দেখতে। যাওয়ার পর তিনি আমাকে দু’টি গানের মুখ গেয়ে শোনাতে বলেন। আমি সেখানে দাঁড়িয়েই গাইলাম  ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ আর ‘চাঁদের সাথে’। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বিদায় নেব, সে সময় আবার হক ভাই ডাকলেন। বললেন, ‘শরীর খারাপ অবস্থায় হাসপাতালে বসে আমি চারটা গান লিখেছি। চারটা গানই তোমাকে দিতে চাই।’ এই কথা শুনে আমার চোখ খুশিতে ছল ছল করে ওঠে। বললাম, ‘আমি নাহয় গাইবো কিন্তু গানগুলোর সুর করবে কে?’ হক ভাই এক কথায় জবাব দিলেন, ‘কে আবার, আলম! আমাদের আলম খান!’’
এন্ড্রু কিশোর জানান, সেদিন হাসপাতাল থেকে বেরিয়েই ফোন দেন আলম খানকে। দারুণ খুশি হন আলম খানও। চূড়ান্ত হয় পরদিনই গানগুলো নিয়ে দু’জনে বসার। অথচ সেদিনই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আলম খানকে। এরমধ্যে চলে গেছেন সৈয়দ শামসুল হকও। তাই আর বসা হলো না গানগুলো নিয়ে।

খানপুত্র আরমান জানান, বাসায় ফেরার পর এখন আলম খানের মন পড়ে আছে সেই চারটি লিরিকের দিকে। যদিও ডাক্তার বলেছেন বাসায় ফেরার পর অন্তত একদিন (শুক্রবার) বিশ্রামের কথা। তবুও তিনি মনে মনে নিশ্চই অস্থির হয়ে আছেন এগুলোর সুর-সংগীতায়োজন করার জন্য। সে হিসেবে কাল শনিবার থেকে সৈয়দ হকের কথাগুলোতে সুর বসানোর কাজে শতভাগ মন বসাবেন আলম খান।
প্রসঙ্গত, বর্ষীয়ান সংগীত পরিচালক আলম খান তিন শ’র বেশি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। গানের মাধ্যমে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্র। আলম খানের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘ওরে নীল দরিয়া’, আজকে না হয় ভালোবাসো আর কোনদিন নয় ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘তুমি আজ কথা দিয়েছো’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘কী যাদু করিলা’, ‘আজ রাত সারারাত জেগে থাকবো’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘বুকে আছে মন’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা’, ‘কোথায় স্বর্গ আর কোথায় নরক’ প্রভৃতি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!