X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আবারও হরিণ মামলায় সালমান!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৭:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:২১

সালমান খান ও পাশে চিঙ্কারা প্রজাতির হরিণ বলিউড তারকা সালমান খানকে আবারও হয়তো কাঠগড়ায় উঠতে হতে পারে! কারণ চিঙ্কারা হরিণ শিকারের মামলায় আবার ফেঁসে গেছেন এ তারকা।
দুটি চিঙ্কারা হরিণ শিকারের মামলায় হাইকোর্টের রায়ের বিপরীতে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাজস্থান রাজ্য সরকার। ওই মামলায় হাইকোর্ট সালমানকে বেকসুর খালাসের রায় দিয়েছিলেন।
মঙ্গলবার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল শিব মঙ্গল শর্মা ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
শিব মঙ্গল শর্মা বলেন, ‘দিওয়ালির পর যে কোনও সময় আমাদের বিশেষ লিভ পিটিশনের শুনানি হতে পারে।’
আপিল আরজিতে বলা হয়, সালমান খানকে দ্রুত গ্রেফতার করে জেলে প্রেরণ করা উচিত।
সালমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর যোধপুর থেকে কিছুটা দূরে ভাওয়ার এলাকায় তিনি গুলি করে একটি চিঙ্কারা শিকার করেন। অপর চিঙ্কারাটি শিকার করা হয় দুই দিন পর ২৮ সেপ্টেম্বর ঘোড়া ফার্মসে। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় এই দুটি লুপ্তপ্রায় প্রাণি শিকার করার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে।

নিম্ন আদালত ‘সাল্লু’কে চিঙ্কারা শিকার মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। অপরদিকে, রাজস্থান সরকার আবেদন করে সালমানের দণ্ডের মেয়াদ বাড়ানোর জন্য। ওই মামলাতেই ২০০৭ সালে প্রায় এক সপ্তাহ জেল খাটতে হয়েছিল খান সাহেবকে।

‘বজরঙ্গি ভাইজান’-এর আবেদনে সাড়া দিয়ে চলতি বছরের ২৬ জুলাইয়ে হাইকোর্টের বিচারপতি নির্মলজিত কৌর বলিউড সুপারস্টারের আবেদনে সাড়া দিয়ে তাকে বেকসুর খালাসের রায় প্রদান করেন। 

হাইকোর্টের রায়ে বলা হয়, সালমান খানের লাইসেন্স করা বন্দুকের গুলি মৃত প্রাণির শরীরে পাওয়া যায়নি, তাই সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়নি। আর এজন্যই সালমানকে ‘বেনিফিট অব ডাউট’ দিয়ে মামলা থেকে দায়মুক্তি দেওয়া হয়।

আগস্টে রাজস্থানের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল কেএল ঠাকুর রাজস্থান রাজ্য সরকারকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার সুপারিশ করেন।

সূত্র: এনডিটিভি।

/এসএ/এম/

 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
কানের লাল গালিচায় হাঁটতে কী লাগে, জানালেন প্রিয়তী
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
কান থেকে ভাবনা: নিজেকে ছোট অনুভব করাটাও দরকার
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী