X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রথম ছবি নিয়ে তাদের টুইট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৬, ১৭:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৮:৩৫

স্মৃতিকাতর আলিয়া-বরুণ-সিদ্ধার্থ। স্টুডেন্ট অব দ্য ইয়ার। চার বছর আগে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমে বলিউড একসঙ্গে পেয়েছে তিন নতুন মুখ। তারা হলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা। তিনজনই এখন বলিউডের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন।

গত ২০ অক্টোবর (বৃহস্পতিবার) তাদের প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তির চার বছর পূর্ণ হয়েছে। আর সেই দিনটিতে বোধহয় প্রচণ্ডরকমের আবেগতাড়িত হয়ে পড়েছিলেন এ তরুণ শিল্পীরা। তাদের টুইটার পোস্টই বলছে সে কথা।

আলিয়া ও বরুণ টুইটে ভিডিও পোস্ট করে বলেছেন, ‘আমরা দেরি করে ফেললাম। কিন্তু ভালোবাসা দেখানোর ক্ষেত্রে আমরা কখনও দেরি করতে পারি না। ধন্যবাদ করণ জোহর! মিস ইউ সিদ্ধার্থ, স্টুডেন্ট অব দ্য ইয়ার, বরুণ ধাওয়ান- তোমাদের মিস করছি।’

এই পোস্টের শেষে আলিয়া সিদ্ধার্থকে আদেশ করেছেন যেন দ্রুততার সঙ্গে জবাব দেন। বিশেষ বন্ধুটির আদেশ কি আর অমান্য করতে পারেন সিদ্ধার্থ? আর তাই করণ জোহরকে ধন্যবাদ জানিয়ে সিদ্ধার্থও টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। করণ জোহরকে ধন্যবাদ জানিয়েছেন। আলিয়া আর বরুণকে নিজের পরিবার বলে উল্লেখ করেছেন সিদ্ধার্থ। ভক্তদের ভালোবাসা জানাতেও ভোলেননি তিনি।

করণ জোহরও একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘বাচ্চারা বড় হয়ে গেছে এবং আমাকেও গর্বিত করেছে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা