X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র সংগীত পরিচালনায় এহসান রাহী

বিনোদন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৫:১৩আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৯:০১

এহসান রাহী অডিও বাজারে ভালোই প্রশংসা কুড়িয়েছেন এহসান রাহী। বিশেষ করে তার ‘একটু কী ভেবে বলবে’, ‌‘আমাকে দিয়ে কিচ্ছু হবে না', কিংবা ‌‘প্রশ্ন' শিরোনামের গানগুলো বেশ প্রশংসিত। মাঝে মধ্যে গেয়েছেন চলচ্চিত্রেও।

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাহী এবার যুক্ত হলেন চলচ্চিত্র সংগীত পরিচালনায়। একটি দুটি গান নয়, পুরো ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ছবির নাম ‘যদি তুমি জানতে’। এই ছবির শিরোনাম সংগীতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি গানের সুর-সংগীতায়োজন এবং আবহ সংগীত তৈরি করেছেন রাহী।
ছবিতে গান রয়েছে মোট ৪টি। এতে রাহী ছাড়াও কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, কণা এবং রাজীব। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মহসিন মেহেদী, এহসান রাহী ও মাহমুদ। এরইমধ্যে ছবির একটি আইটেম গান ইউটিবে প্রকাশ করেছে আজব রেকর্ডস। ‘ডেকোনা কাছে’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছে আাঁখি আলমগীর এবং পর্দায় ঠোঁট মিলিয়েছেন তানিয়া বৃষ্টি।

শিগগিরই একই ব্যানার থেকে বাকি গানগুলোও ইউটিবে এবং অ্যালবাম আকারে প্রকাশ পাবে বলে জানান এহসান রাহী।

রাহী বলেন, ‘প্রথম চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবে কাজ করলাম। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ মেধা-শ্রম দেওয়ার। আশা করছি শ্রোতা-দর্শকরা ছবিটি উপভোগ করবেন।’
নদী ফিরোজ পরিচালিত ‘যদি তুমি জানতে’ ছবিতে অভিনয় করেছেন নবাগত আশরাফ কিটু ও তানিয়া বৃষ্টি। আরও রয়েছেন রইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খান, মনিরা মিঠু প্রমূখ।
ছবিটি আগামী ১৮ নভেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র