X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গানে শুরু সৌদের ছবি

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১৬:০৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১২:০৭

রেকর্ডিংয়ের সময় সৌদ, লিজা ও ইমন
নির্মাতা বদরুল আনাম সৌদের প্রথম চলচ্চিত্র ‌‘গহীন বালুচর'। আগেই জানিয়েছিলেন এর চিত্রায়ণের কাজের জন্য প্রয়োজন শীতের সময়টা। শুটিং শুরু হবে ডিসেম্বরে। তবে এর আগেই গানের মাধ্যমে শুরু হয়েছে চলচ্চিত্রটির কাজ।

রবিবার ছবিটির গানের রেকর্ডিং হয়েছে। সৌদের লেখা এ গানের কথা হচ্ছে ‘তারে দেখি আমি রোদ্দুরে, দেখি আলো ছায়াতে’। গেয়েছেন লিজা। আর এর সুর ও সংগীতে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ইমন সাহা।

লিজা বলেন, ‘গানের কথা, সুর- সবকিছু আমার এতোই ভালো লেগে ছিলো যে, গান গাওয়ার সময় গানের কথা এবং সুরের মাঝে আবিষ্ট হয়েছিলাম।’

রবিবার সন্ধ্যায় এ গানটির মাধ্যমেই ছবিটির কাজ মূলত শুরু হয়।
ছবির শুটিং সম্পর্কে সৌদ বলেন, ‘ছবিটির ক্যানভাস চর এলাকায় ও শীতকালে। তাই শীতের মধ্যেই পুরো শুটিং শেষ করতে হবে। সেভাবেই এগুচ্ছি এখন।’

সরকারি অনুদানের এ ছবিটি ২০১৭ সালের মাঝামাঝি সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা পরিচালকের। এর প্রধান তিন চরিত্র চূড়ান্ত হয়েছে। তিনজনই নবাগত মুখ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, শাহাদৎসহ অনেকেই।


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!