X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পুলিশ কন্যা ইথির মিউজিক ভিডিও

বিনোদন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৯:১০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৯:২৫

ভিডিওতে সাফিয়া আফরুজ ইথি সাফিয়া আফরুজ ইথি। মূলত তিনি বাংলাদেশ পুলিশ সদস্য। সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। তবে পুলিশি পোশাক আর কঠিন কর্তব্যের সঙ্গে তার নতুন আরেকটি পরিচয় যোগ হলো সম্প্রতি।

গান ভালোবাসেন। কণ্ঠেও মাটির সুর খেলা করে। তাই গাইলেন গান। রাজীব হোসাইনের কথা-সুর-সংগীতে গানটির শিরোনাম ‌‘গহীন বনে'। ফোক ঘরানার এই গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। যেখানে মডেল হিসেবেও পাওয়া গেছে তাকে। যা সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। যার জন্য ইথি প্রশংসাও পাচ্ছেন বেশ।
তার ভাষায়, ‌‌‘গান গাই আমি প্রাণের টানে। কর্মব্যস্ত জীবন এখন। তাই গানের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। তবুও চেষ্টা করেছি গাইতে। শ্রোতাদের প্রশংসা পেলে গাইবো আরও।’  
তিনি আরও জানান, এ পর্যন্ত তিনটি মিশ্র অ্যালবামে গান করার সুযোগ পেয়েছেন। যদিও সঠিক প্রচারণার অভাবে সেগুলো শ্রোতাদের কাছে সেভাবে পৌঁছাতে পারেনি।
এদিকে গানেই শুধু সীমাবদ্ধ নন সংস্কৃতিমনা পুলিশ সদস্য ইথি। শিল্পকলা একাডেমি থেকে বহু আগেই নিয়েছেন নাচের তালিম। অন্যদিকে দেশাত্মবোধক ও লোকগীতির জন্য গোল্ড মেডেলও পেয়েছেন কৈশরে।
তার ভাষায়, ‘আমার পরিবার থেকেই এমন সাংস্কৃতিক চর্চার সুযোগ পেয়েছি। নাচ নিয়ে এখন আর স্বপ্ন দেখি না। তবে পুলিশি কর্তব্যের শতভাগ পালন করার ফাঁকে গানটা নিয়ে স্বপ্ন দেখি আজও।’  
ইথির ‘গহীন বনে’ দেখুন এই লিংকে:

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা