X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কানাডা ও কম্বোডিয়ায় ‘মাই বাইসাইকেল’

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৪:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৪:৪৫

‘মাই বাইসাইকেল’-এর একটি দৃশ্য সেন্সর জটিলতায় আটকে থাকা বাংলাদেশি চলচ্চিত্র ‘মাই বাইসাইকেল’ ছুটছে বিশ্বের বিভিন্ন উৎসবে।

সেই ধারাবাহিকতায় এবার ছবিটি কম্বোডিয়ার ফনম ফেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রকে উদযাপন করার লক্ষ্যে মুক্ত এবং অপ্রতিযোগিতামূলক এ উৎসবে এবার ৩৮টি চলচ্চিত্র দেখানো হবে। যার মধ্যে ১৪টি থাকবে ফিচার ফিল্মস।
গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসবটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এছাড়াও ছবিটি কানাডার উইনিপেগ এবোরিজিনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
‘মাই বাইসাইকেল’ এরইমধ্যে বিশ্বের বেশ কয়েকটি প্রধান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি পুরস্কৃতও হয়েছে। চাকমা ভাষায় নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির পরিচালক অং রাখাইন।  
ছবিটির গল্প ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিয়ে। এতে দেখা যায়, কমল চাকমা পাহাড়ি রাস্তায় নিয়ে আসে সাইকেল, যা পাহাড়ি মানুষদের কাছে অচেনা। কমল চাকরিহারা মানুষ। তাই সাইকেল নিয়ে জীবিকা নির্বাহ শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যে  শত্রুতা সৃষ্টি হয় গ্রামের কিছু লোকের সঙ্গে। অতঃপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামাল মনি চাকমা, ইন্দ্রিরা চাকমা, ইউ চিং হলা রাখাইন, বিনাই কান্তি চাকমা, আনন্দ চাকমা, সুভাষ চাকমা, জোরাদান চাকমা। ছবির গল্প পরিচালকের নিজের। চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ। প্রযোজনা করেছেন মা নান খিং। ছবিটির পরিবেশক খনা টকিজ।
ছবিটির ট্রেলার:

/এমএম/



সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি