X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ক্রিকেট উপস্থাপনায় কলকাতার মেয়ে

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৩:০৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৩:৩৪


পারমিতা কলকাতার মেয়ে রোজা পারমিতা দে। থাকেন সেখানেই। ২০১৫ সালে এসেছিলেন বাংলাদেশে। তখনই কাজ করেছিলেন তৌকীর আহমেদের সঙ্গে। ‘বাল্যশিক্ষা’ নাম ছিল সে টেলিছবির।
পাঁচ পর্বের ধারাবাহিক নাটক 'দ্য মিরর গেইম'-এ অপূর্বর সঙ্গে কাজ করেছিলেন তিনি। এরপর অল্প বিস্তর কাজ করছেন এপার বাংলায়। এবার ওপারের এ মেয়েকে দেখা যাচ্ছে উপস্থাপনায়।
ক্রিকেট নিয়ে কুইজভিত্তিক অনুষ্ঠান ‘হাউজদ্যাট’ -এ উপস্থাপনা করছেন পারমিতা। এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। গত ১০ নভেম্বর থেকে প্রতিদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা শেষে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠান প্রসঙ্গে নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট নিয়ে নির্মিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ক্রিকেট পাগল ৫৪ প্রতিযোগী। আর এটি উপস্থাপনা করছেন পারমিতা। আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি।'
অনুষ্ঠানের ধরন সম্পর্কে তিনি আরও বলেন, ‌‘অনুষ্ঠানের প্রতি পর্বে তিনজন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন করে প্রতিযোগী যাচ্ছেন কোয়াটার ফাইনালে। এভাবে কোয়াটার ফাইনাল খেলবে ১৮ প্রতিযোগী। সেখান থেকে ৬ জনকে নিয়ে শুরু হবে সেমিফাইনাল রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হবেন বিনোদন অঙ্গনের ৬ তারকা। তারা প্রত্যেকেই একজন প্রতিযোগীকে নিয়ে দল গঠন করবেন। এদের মধ্য থেকে ৪টি দল সেমিফাইনাল খেলবে। তারপর দুটো দল যাবে ফাইনাল রাউন্ডে।’
বিপিএল-এর সব খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন। প্রতিদিন খেলা শেষে এ আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেলটি। অনুষ্ঠানে তারকা অতিথি সামিয়া ও মিশু সাব্বির


/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু